রাধাকৃষ্ণ মন্দিরে পুজো দিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী, পেটপুরে খেলেন ভারতীয় খাবার লুচি-ডাল
অকল্যান্ড: গত ১০০ দিনে নিউজিল্যান্ডে নতুন করে কেউ করোনা আক্রান্ত হননি। তাই বলা যায় মারণ করোনা ভাইরাসে রুখতে অনেকাংশেই সফল নিউজিল্যান্ড। শেষ করোনা রোগী বাড়ি ফেরার পর আনন্দে নেচে উঠেছিলেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন (Jacinda Ardern)। আগামী ১৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডে ভোট অনুষ্ঠিত হবে। নয়া যুদ্ধের আগে রাধাকৃষ্ণ মন্দিরে পুজো দিলেন জাসিন্ডা আর্ডেন।
অকল্যান্ডের রাধাকৃষ্ণ মন্দিরে যান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। রীতি মেনে জুতো খুলে মন্দিরে প্রবেশ করেন তিনি। মন্দিরে উপস্থিত মানুষদের ‘নমস্তে’ জানান। গায়ে উত্তরীয় জড়িয়ে মন্দিরে পুজো দেন। পুরোহিতের সঙ্গে পাঠ করেন সংস্কৃত মন্ত্র। পরে একেবারে নিরামিষ ভারতীয় খাবার খান জেসিন্ডা। খাবারের তালিকার ছিল লুচি, ছোলা ডাল।
এসময় ৪০ বছর বয়সী জেসিন্ডা আর্ডেনের সাথে ছিলেন ভারতীয় হাই কমিশনার মুক্তেশ পারদেশি। মন্দির সফরের পর টুইটে মুক্তেশ পারদেশি লেখেন, ৬ আগস্ট নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন অকল্যান্ডের রাধাকৃষ্ণ মন্দিরে সফরে যান। যা এক কথায় স্মরণীয় মুহূর্ত। ভক্তি সহকারে খান ভারতীয় খাবার – পুরি, ছোলা এবং ডাল।
জেসিন্ডার মন্দির সফরের একাধিক ছবি ভাইরাল হয়েছে। ছবিতে তাঁকে দেখা যায়, সরকারি পোষাকের ওপরে উত্তরীয় পরেছেন তিনি। মাথায় পরেছেন তিল। বাকিদের সঙ্গেই পাত পেড়ে প্রসাদ খেতে বসেছেন তিনি। পাতে লুচি (পুরি), ছোলা, ডাল। নেটিজেনরা ভূয়সী প্রশংসা করেছেন জাসিন্ডার। তাঁরা বলছেন, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ উদাহরণ জেসিন্ডা। কিভাবে অন্য ধর্মকেও সন্মান করতে হয়, তাঁর থেকে শেখা উচিৎ।


