Tuesday, April 29, 2025
আন্তর্জাতিক

রাশিয়ার তৈরি ভ্যাকসিন বিশ্বকে করোনামুক্ত করবে: পুতিন

মস্কো: বিশ্বের প্রথম করোনার ভ্যাকসিন আনল রাশিয়া। মঙ্গলবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে করোনার ভ্যাকসিন নথিভুক্ত করল রুশ সরকার। রাশিয়ার বিজ্ঞানীরা জানিয়েছেন, তাঁদের তৈরি ভ্যাকসিন করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।

এই টিকায় তৈরি করেছে মস্কোর গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, করোনার বিরুদ্ধে বিশ্বের প্রথম টিকা নথিভুক্ত করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক মঙ্গলবার এটিকে অনুমোদন দিয়েছে। যার ফলে রাশিয়ার বিপুল সংখ্যক মানুষের শরীরে সেই টিকা প্রয়োগ করা হবে।

রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, প্রথমে স্বাস্থ্যকর্মী, শিক্ষক এবং ঝুঁকিপূর্ণ সদস্যদের এই ভ্যাকসিন দেওয়া হবে। একইসঙ্গে ভ্যাকসিনটি সুরক্ষিত এবং কার্যকারী বলে প্রমাণিত হয়েছে চূড়ান্ত তথা তৃতীয় পর্যায়ের পরীক্ষায়।

ভ্লাদিমির পুতিন আরও বলেন, রাশিয়ার তৈরি ভ্যাকসিনটি করোনার বিরুদ্ধে খুবই কার্যকর। এটি শুধু রাশিয়ার জন্য আশা জাগায়নি বরং গোটা বিশ্বের জন্যই সুখবর নিয়ে এসেছে। এক সময় সোভিয়েত ইউনিয়নের স্যাটেলাইটই মানবজাতিকে মহাশূন্যে নিয়ে গিয়েছিল। এবার রাশিয়ার তৈরি এই ভ্যাকসিন বিশ্বকে করোনামুক্ত করবে।

টিকার সুরক্ষা প্রসঙ্গে পুতিন জানান, এটি কার্যকরভাবে কাজ করছে, জোরদার প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম। এটি যাবতীয় পরীক্ষায় সফল হয়েছে। পাশাপাশি, রুশ প্রেসিডেন্টের আশা, খুব শীঘ্রই তাঁদের তৈরি করোনা টিকা ব্যাপকভাবে উৎপাদন করা হবে।

পুতিন জানান, তাঁর দুই মেয়ের মধ্যে একজনের শরীরে করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। তিনি বলেন, মেয়েকে দুটি ডোজ দেওয়া হয়েছে। ও পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তাঁর মেয়ে সুস্থ আছেন। তবে প্রথমদিন তাঁর মেয়ের দেহের তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ১০০.৪ ফারেনহাইট। পরদিনই অবশ্য তা কমে হয় ৯৮.৬ ফারেনহাইট। একইভাবে দ্বিতীয় ডোজের পরও সামান্য জ্বর এসেছিল। পরে সঙ্গে সঙ্গেই তা আবার কমে যায়।