Wednesday, November 19, 2025
Latestদেশ

মুস্তফাবাদের নাম বদলে ‘কবীরধাম’ রাখার প্রস্তাব যোগী আদিত্যনাথের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: উত্তরপ্রদেশে ফের নাম বদলের প্রস্তাব। এবার নাম বদলের প্রস্তাব দিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। লখিমপুর খেরি জেলার মুস্তফাবাদ গ্রামের নাম বদলে ‘কবীরধাম’ রাখার প্রস্তাব দিয়েছেন তিনি। 

মুখ্যমন্ত্রীর দাবি, যেহেতু এই গ্রামে একজনও মুসলমান বাস করেন না, তাই এর নাম ‘মুস্তফাবাদ’ থাকা যুক্তিযুক্ত নয়। স্থানীয় মানুষও এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন বলে দাবি করেছেন যোগী। তিনি আশ্বাস দিয়েছেন, গ্রামবাসী লিখিত প্রস্তাব পাঠালেই সরকারিভাবে নাম পরিবর্তনের বিজ্ঞপ্তি জারি করা হবে।

লখিমপুর খেরির বিশ্ব কল্যাণ আশ্রমে আয়োজিত বার্ষিক স্মৃতি প্রাকতোৎসব মেলায় যোগী আদিত্যনাথ বলেন, “আমি জানতে পারলাম, এই গ্রামে কোনও মুসলমান নেই। তাহলে মুস্তফাবাদ নাম কেন থাকবে? আপনারা প্রস্তাব পাঠান, আমি সঙ্গে সঙ্গে নাম বদলের বিজ্ঞপ্তি জারি করব।”

প্রসঙ্গত, যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশ সরকার আগেও একাধিক জেলার নাম পরিবর্তন করেছে। ফৈজাবাদের নাম বদলে রাখা হয়েছে অযোধ্যা এবং এলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ। বিজেপির দাবি— মুসলিম শাসকরা সনাতনী নামগুলিকে পরিবর্তন করেছিলেন, তাই পুরনো নাম ফিরিয়ে আনা হচ্ছে।

উল্লেখ্য, কবীর ছিলেন মধ্যযুগের এক প্রসিদ্ধ সাধক ও কবি, যিনি হিন্দু-মুসলিম ঐক্যের প্রতীক হিসেবে পরিচিত। তাঁর রচনায় সর্বদা জাতি ও ধর্মের উর্ধ্বে মানবতার বার্তা পাওয়া যায়। ইতিহাসবিদরা উল্লেখ করেছেন, ‘কবীর’ শব্দটি এসেছে আরবি ‘আল-কবির’ থেকে, যার অর্থ ‘মহান’। কবীরের জন্মও হয়েছিল বারাণসীর এক মুসলিম পরিবারে।

যোগী আদিত্যনাথ দাবি করেন, মুস্তফাবাদের আগের নাম ছিল ‘কবীরধাম’। মুসলিম শাসকরা নাম পরিবর্তন করেছিল। তাঁর সরকার কেবল পুরনো নাম ফেরাচ্ছে।