Murshidabad case: মুর্শিদাবাদে হরগোবিন্দ-চন্দন দাস হত্যামামলায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করলো আদালত
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মুর্শিদাবাদের সামশেরগঞ্জের জাফরাবাদে বাবা ও ছেলেকে কুপিয়ে খুনের ঘটনায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করলো আদালত। সোমবার জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারক অমিতাভ মুখোপাধ্যায় এই রায় ঘোষণা করেন। মঙ্গলবার দোষী সাব্যস্তদের সাজা ঘোষণা হবে।
ভারতীয় ন্যায় সংহিতা এর ধারা 103(2), 310(2), 331(5), 191(3), 115(2), 126(2), 332(a), এবং 3(5) এর অধীনে দোষী সাব্যস্ত করা হয়েছে।
গত বছরের এপ্রিল মাসে ওয়াকফ আইনের বিরোধিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয়। মুর্শিদাবাদ, মালদহ ও সুন্দরবন এলাকায় অশান্তির ছবি সামনে আসে। সেই আবহেই ১২ এপ্রিল সামশেরগঞ্জের জাফরাবাদে প্রাণ হারান স্থানীয় বাসিন্দা হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাস।
অভিযোগ, ওয়াকফ আইন–বিরোধী বিক্ষোভের বলি হন বাবা-ছেলে। তদন্তে উঠে আসে, ওই বিক্ষোভের সঙ্গে বাবা-ছেলের কোনও সম্পর্ক ছিল না। তবুও উত্তেজিত পরিস্থিতির সুযোগ নিয়ে তাঁদের কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক মহলেও ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।
মামলার চার্জশিটে পুলিশ জানিয়েছে, এপ্রিল মাসে মুর্শিদাবাদে অশান্তির সময় হরগোবিন্দ দাস এবং তাঁর ছেলেকে তাদের বাড়ি থেকে টেনে বের করে পরিবারের সদস্যদের সামনে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।
পুলিশ জঙ্গিপুর আদালতে ৯০০ পৃষ্ঠার চার্জশিট দাখিল করেছে, যেখানে হত্যাকাণ্ড এবং জেলাকে নাড়া দেওয়া বৃহত্তর সহিংসতার সাথে জড়িত ১৩ জন অভিযুক্তের নাম উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর জেলা পুলিশের তরফে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়। তদন্তে নেমে একে একে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এরপর শুরু হয় বিচারপ্রক্রিয়া। জঙ্গিপুর মহকুমা আদালতে দীর্ঘ শুনানির পর গত ১৬ ডিসেম্বর মামলার শুনানি শেষ হয়।
সোমবার রায় ঘোষণার সময় আদালত স্পষ্ট জানায়, বাবা-ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ প্রমাণিত হয়েছে। সেই ভিত্তিতেই ১৩ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। মঙ্গলবার আদালত দোষীদের শাস্তি ঘোষণা করবে।


