Tuesday, October 14, 2025
দেশ

বাজপেয়ীর রেকর্ড ভেঙে মোদীই দেশের দীর্ঘমেয়াদী অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: বৃহস্পতিবার নয়া রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। ভারতে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর তালিকায় চতুর্থ স্থান অর্জন করলেন তিনি। নমোর আগে রয়েছেন জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী এবং মনমোহন সিংহ। অ-কংগ্রেসি প্রধানমন্ত্রীদের মধ্যে এতদিন সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন অটল বিহারী বাজপেয়ী। এদিন সেই রেকর্ড ভেঙে দিলেন মোদী।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। ওই বছরের ২৬ মে প্রথমবার প্রধানমন্ত্রী কুর্সিতে বসেন মোদী। দ্বিতীয়বার ২০১৯ সালে আরও বিপুল ভোটে জয়লাভ করে এনডিএ জোট। ২০১৯ সালের ৩০ মে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মোদী। এখনও পর্যন্ত ২,২৭২ দিন ধরে প্রধানমন্ত্রীর পদে বহাল আছেন মোদী।

কংগ্রেস থেকে ১৭ বছর ক্ষমতায় ছিলেন জওহরলাল নেহরু। তাঁর মেয়ে ইন্দিরা গান্ধী ১১ বছর প্রধানমন্ত্রী ছিলেন। মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন মোট ১০ বছর।

অন্যদিকে, বিজেপির প্রধানমন্ত্রী হিসাবে মোরারজি দেশাই ক্ষমতায় ছিলেন ১৯৭৭ সালের ২৪ মার্চ থেকে ১৯৭৯ সালের ২৮ জুলাই পর্যন্ত। চরণ সিংহ ক্ষমতায় ছিলেন ১৯৭৯ সালের ২৮ জুলাই থেকে ১৯৮০ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত।

জনতা দলের বিশ্বনাথপ্রতাপ সিংহ ক্ষমতায় ছিলেন ১৯৮৯ সালের ২ ডিসেম্বর থেকে ১৯৯০ সালের ১০ নভেম্বর পর্যন্ত। চন্দ্রশেখর ক্ষমতায় ছিলেন ১৯৯০ সালের ১০ নভেম্বর থেকে ১৯৯১ সালের ২১ জুন পর্যন্ত। এইচ ডি দেবেগৌড়ার ক্ষমতায় ছিলেন ১৯৯৬ সালের ১ জুন থেকে ১৯৯৭ সালের ২১ এপ্রিল পর্যন্ত। ইন্দ্রকুমার গুজরাল ক্ষমতায় ছিলেন ১৯৯৭ সালের ২১ এপ্রিল থেকে ১৯৯৮ সালের ১৯ মার্চ পর্যন্ত।

১৯৯৬ সালে মাত্র ১৩ দিন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। এরপর ১৯৯৮ সালের ১৯ মার্চ থেকে ২০০৪ সালের ২২ মার্চ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। মোট ২,২৬৮ দিন দেশের প্রধানমন্ত্রী ছিলেন বাজপেয়ী।