বিশ্বের সবচেয়ে বেশি আয় করা তারকাদের তালিকার ষষ্ঠ স্থানে অক্ষয় কুমার
মুম্বাই: ২০২০ সালের বিশ্বের সবচেয়ে বেশি আয় করা তারকাদের তালিকায় প্রথম দশে জায়গা করে নিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। ফোর্বস ম্যাগাজিনের করা এই তালিকায় হলিউড তারকাদের সঙ্গে পাল্লা দিয়ে ষষ্ঠ স্থান দখল করে নিয়েছেন অক্ষয়।
৬৫ মিলিয়ন ডলার রোজগার করে ২০১৯ সালে তালিকায় ৩৩ তম স্থানে ছিলেন। এবছর ৫২ তম স্থান দখল করলেন অক্ষয় কুমার। এবছর রোজগার করেছেন ৪৮.৫ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৩৬২ কোটি টাকা।
৫২ বছর বয়সী অক্ষয় পিছনে ফেলে দিয়েছেন হলিউডের তারকা উইল স্মিথকে। ৪৪.৫ মিলিয়ন ডলার রোজগার করে তালিকায় ৬৯ নম্বরে রয়েছেন উইল স্মিথ। অক্ষয় পিছনে ফেলে দিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলিকেও। ৩৫.৫ মিলিয়ন ডলার রোজগার করে ৯৯ নম্বরে রয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি।অক্ষয় পিছনে ফেলে দিয়েছেন বেশ কয়েকজন পপস্টারকেও। জেনিফার লোপেজ (৫৬-তম), রেহানা (৬০-তম), কেটি পেরি (৮৬-তম) ও লেডি গাগাকে (৮৭-তম) পিছনে ফেলে দিয়েছেন অক্ষয়।
তালিকায় প্রথম স্থানে রয়েছেন ‘দ্য রক’ ডোয়েন জনসন। ডোয়েনের আয় ৮৭.৫ মিলিয়ন ডলার। তারপরেই রয়েছেন রায়ান রেনল্ডস (৭১.৫ মিলিয়ন ডলার)। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন হলিউড অভিনেতা তথা প্রযোজক মার্ক ওয়াহালবার্গ (৫৮ মিলিয়ন ডলার)। তালিকায় ভিন ডাইসেল রয়েছেন পঞ্চম স্থানে (৫৪ মিলিয়ন ডলার)।


