Friday, December 12, 2025
Latestআন্তর্জাতিক

Mexico 50% Tariffs on India: ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করলো মেক্সিকো

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এবার মেক্সিকো ভারত-সহ একাধিক এশিয়ার দেশের পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্ত নিল। মেক্সিকোর সেনেট ইতিমধ্যেই এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে এই নতুন শুল্ক কাঠামো।

কোন কোন পণ্যে বাড়ল শুল্ক?

নতুন শুল্কনীতিতে স্পষ্ট করা হয়েছে, মেক্সিকোর সঙ্গে বাণিজ্য চুক্তি নেই এমন দেশগুলি থেকে আমদানি করা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্যের ওপর ৫০% পর্যন্ত শুল্ক বসানো হবে। এর মধ্যে রয়েছে, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ, জামাকাপড়, প্লাস্টিকজাত পণ্য, ইস্পাত ও অ্যালুমিনিয়াম।

এতে সরাসরি প্রভাব পড়বে ভারত, চিন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের ওপর।

কেন এই সিদ্ধান্ত?

সূত্রের খবর, মেক্সিকো আগামী বছরে অতিরিক্ত রাজস্ব হিসেবে ৩.৭৬ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩,৯১০ কোটি টাকা) আয়ের লক্ষ্য স্থির করেছে। নতুন শুল্কবৃদ্ধি সেই পরিকল্পনারই অংশ।

তবে আন্তর্জাতিক মহলের একটি বড় অংশ মনে করছে, ট্রাম্প প্রশাসনের চাপও এই সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকোর ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন। তার পরপরই পাল্টা পদক্ষেপ নিল মেক্সিকো সরকার।

ভারত-সহ এশীয় দেশগুলির উদ্বেগ

এশিয়ার বড় রপ্তানিকারক দেশ হিসেবে ভারত এমনিতেই ট্রাম্প প্রশাসনের উচ্চশুল্ক নীতির চাপে। তার ওপর মেক্সিকোর এই সিদ্ধান্ত রপ্তানির নতুন সংকট সৃষ্টি করতে পারে। বিশেষ করে অটোমোবাইল যন্ত্রাংশ, ইস্পাত ও টেক্সটাইল খাতে বড় ধাক্কার আশঙ্কা করছে বিশেষজ্ঞরা।

মেক্সিকোর নতুন শুল্কবোমা আন্তর্জাতিক বাণিজ্যের ভূরাজনীতিতে নতুন জটিলতা তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। আগামী দিনগুলিতে ভারত-সহ এশীয় দেশগুলি কীভাবে এই পরিস্থিতি সামাল দেয়, এখন সেদিকেই নজর।