Thursday, November 13, 2025
দেশ

দুস্থদের জন্য মাত্র ১ টাকার ক্লিনিক খুললেন ডাঃ শঙ্কর রামচান্দানি

ভুবনেশ্বর: ডাক্তারের ভিজিট ফি ২০০ থেকে শুরু করে হাজারের উপরে। ক্রমশ তা বেড়েই চলেছে। সেদিক দিয়ে বিচার করতে গেলে এ যেন এক উল্টো পুরানের গল্প। ডাক্তারি আসলে মানবতার সেবা। সেই পথেই হাটলেন ওড়িশার সম্বলপুরের চিকিৎসক শঙ্কর রামচন্দানি (Shankar Ramchandani)। দরিদ্র ও বঞ্চিতদের জন্য ‘এক টাকা’-র ক্লিনিক চালু করেছেন তিনি।

বীর সুরেন্দ্র সাঁই ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ (VIMSAR) এর মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক শঙ্কর রামচন্দানি। তিনি বারলা শহরে ‘এক টাকা’-র এই ক্লিনিক চালু করেছেন। সেখানে রোগীদের চিকিৎসা সেবা পেতে মাত্র এক টাকা দিতে হয়। এই কাজে তাঁকে তাঁর স্ত্রী শিক্ষা রামচন্দানি সাহায্য করেন।

এ বিষয়ে ৩৮ বছর বয়সী রামচন্দ্রানি বলেন, আমি দীর্ঘদিন ধরে গরিব ও বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা দিতে ইচ্ছুক ছিলাম। সেই ইচ্ছে পূরণ করতেই তিনি এই ক্লিনিক খুলেছেন। তিনি বলেন, আমি একটি ভাড়া বাসায় ক্লিনিকটি শুরু করেছি।

ডাঃ শঙ্কর রামচান্দানি

রামচন্দ্রানি আরও বলেন, আমি বীর সুরেন্দ্র সাঁই ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সেস অ্যান্ড রিসার্চ সেন্টারে সিনিয়র রেজিডেন্ট হিসেবে কাজ শুরু করেছিলাম। সেই কারণে ব্যক্তিগত ক্লিনিক খোলার অনুমতি ছিল না তাঁর। তাই আগে আমি ১ টাকার ক্লিনিক শুরু করতে পারিনি। সম্প্রতি আমার পদন্নোতি হয়ে আমি সহায়ক প্রফেসর হয়েছি। পদন্নোতি পেয়ে আমি ব্যক্তিগত ক্লিনিক খোলার অনুমতি পেয়েছি।

গত শুক্রবার ক্লিনিকটির উদ্বোধন করা হয়। প্রথম দিনেই ৩৩ জন রোগী ক্লিনিকে আসেন। ওড়িশার রাজধানী ভুবনেশ্বরের উত্তর-পশ্চিমে ৩৩০ কিলোমিটার দূরে সম্বলপুরে সরকার পরিচালিত বীর সুরেন্দ্র সাঁই ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ (VIMSAR), পূর্বে বুরলা মেডিকেল কলেজ (BMC) এবং বীর সুরেন্দ্র সাঁই মেডিকেল কলেজ ও হাসপাতাল ছাড়া পর্যাপ্ত চিকিৎসার পরিকাঠামো নেই। সেদিক থেকে বলতে গেলে শঙ্কর রামচন্দানির এই ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।