Tuesday, November 18, 2025
দেশ

পুলওয়ামা হামলায় শহীদ জওয়ানদের বাড়ির মাটি নিয়ে স্মারক বানাবেন উমেশ যাদব

নয়াদিল্লি: ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় হামলার সেই বীভৎস স্মৃতি আজও দগদগে। আজও গোটা দেশ ভুলেনি সেই দিনের কথা। সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলা চালায় সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed)। ওই আত্মঘাতী জঙ্গি হামলায় শহীদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান।

পুলওয়ামা হামলার পর পুরোপুরি ভেঙে পড়েন উমেশ গোপিনাথ যাদব (Umesh Gopinath Jadhav)। তখনই তিনি ঠিক করেছিলেন, শহীদ জওয়ানদের জন্য কিছু করবেন। সিদ্ধান্ত নিয়েছিলেন শহীদ জওয়ানদের বাড়ি (Pulwama attack martyrs’ home) এবং শ্মশান থেকে মাটি নিয়ে এসে স্মারক বানাবেন তিনি। বেঙ্গালুরু থেকে শহীদদের বাড়ি থেকে মাটি সংগ্রহের করার কাজ শুরু করে দেন তিনি।

গোপিনাথ যাদব জানান, আমি শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের আশীর্বাদ নিয়েছি, তাঁদের বাড়ি এবং শ্মশান থেকে মাটি নিয়েছি। শহীদদের বাড়ি থেকে মাটি সংগ্রহ করতে ২০১৯ সালের ৯ এপ্রিল থেকে নিজস্ব গাড়ি করে দেশের ২৯টি রাজ্য এবং ৯ টি কেন্দ্র শাসিত অঞ্চলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন তিনি। ২০২১ সালের ৯ এপ্রিল গুজরাটের কচ্ছের রণে নিজের যাত্রা শেষ করবেন তিনি।

নিজের গাড়ির পাশে উমেশ গোপিনাথ যাদব

উমেশ গোপিনাথ যাদব সেনাবাহিনীর সদস্য নন। তাঁর পরিবারের কেউ সেনাবাহিনীতে নেই। তবে তিনি সেনা পরিবারের সদস্য হয়ে উঠেছেন। সন্তান হারানো পরিবারের আপনজন হয়ে উঠেছেন। উমেশ যাদবের যে অগাধ অর্থ সম্পদ রয়েছে এমনটা নয়। তবে সেনা জওয়ানদের প্রতি তার অগাধ ভালোবাসা রয়েছে। তিনি জানান, হোটেলের খরচ বহন করার সাধ্য না থাকায় নিজের গাড়িতেই শুয়ে পড়ি। উমেশের স্ত্রী আর সন্তানরা তাঁর এই কাজের জন্যে গর্বিত।

উমেশ পেশায় একজন সংগীতশিল্পী। তিনি জয়পুর বিমানবন্দরে থাকাকালীন টিভিতে সিআরপিএফ কনভয়ে হামলার খবর পান। তখনই কিছু করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। উমেশ জানান, অনেক সেনা জওয়ানের পরিবার খুঁজে পাওয়া খুব কঠিন ছিল, তবে প্রতিটি অসুবিধা পেরিয়ে গেছে এবং এখন পুলওয়ামা হামলায় শহীদ ৪০ সেনার বাড়ির মাটি পাওয়া গেছে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।