Monday, January 19, 2026
Latestরাজ্য​

সুন্দরবনে ২৬৫ হেক্টর এলাকাজুড়ে ম্যানগ্রোভ গাছ লাগানো হচ্ছে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সুন্দরবনকে আরও সুরক্ষিত ও সবুজ করে তুলতে বড় উদ্যোগ। ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষায় গত ৫ মাস ধরে চলছে ধারাবাহিক ম্যানগ্রোভ রোপণ কর্মসূচি। বন দফতরের উদ্যোগে শুরু হওয়া এই প্রকল্প আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে। পরিকল্পনা অনুযায়ী, সুন্দরবনের রায়দিঘি, রামগঙ্গা ও নামখানা-সহ মোট ২৬৫ হেক্টর এলাকাজুড়ে নতুন করে ম্যানগ্রোভ গাছ লাগানো হচ্ছে।

সুন্দরবন এলাকায় একের পর এক ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বহু অঞ্চল। বিশেষজ্ঞদের মতে, এই প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলবর্তী এলাকাকে রক্ষা করার সবচেয়ে কার্যকর প্রাকৃতিক ঢাল হল ম্যানগ্রোভ বন। মাটির ক্ষয় রোধ, নদীর পাড় শক্ত করা এবং জলোচ্ছ্বাসের তীব্রতা কমাতে ম্যানগ্রোভের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই রোপণ কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য প্রশাসন একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে। যেসব এলাকায় ম্যানগ্রোভ রোপণ চলছে, সেখানে পর্যটকদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি বন দফতরের কর্মীরা নিয়মিত পাহারার ব্যবস্থা করছেন, যাতে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের কার্যকলাপে নতুন লাগানো ম্যানগ্রোভ কোনওভাবেই ক্ষতিগ্রস্ত না হয়।

বন দফতরের আধিকারিকদের দাবি, এই প্রকল্প সফল হলে আগামী কয়েক বছরের মধ্যেই সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য আরও মজবুত হবে এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব হবে। সুন্দরবন রক্ষায় এই ম্যানগ্রোভ রোপণ কর্মসূচিকে একটি দীর্ঘমেয়াদি ও অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন পরিবেশবিদরা।