৮৩.৬১ শতাংশ কর্ণাটকবাসী বলছেন EVM-ই বিশ্বাসযোগ্য, সমীক্ষা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইভিএমে ভোটচুরির অভিযোগ তুলে গোটা দেশে রাজনৈতিক বিতর্ক উসকে দিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কর্ণাটকের ভোটার তালিকা ধরেই প্রথম এই অভিযোগ তোলেন তিনি। তবে এবার সেই কর্ণাটকেই সরকারি সমীক্ষার তথ্য সামনে আসতেই চাপের মুখে পড়লেন রাহুল গান্ধী এবং কংগ্রেস।
২০২৪ সালের লোকসভা নির্বাচনকে ভিত্তি করে কর্ণাটক সরকারের উদ্যোগে চালানো এক সমীক্ষায় উঠে এসেছে, ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম-এর উপর সাধারণ মানুষের আস্থা। এই সমীক্ষার তথ্য প্রকাশ্যে আসার পর কংগ্রেসকে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি। বিজেপির অভিযোগ, কংগ্রেস ভোটে হারালেই EVM নিয়ে প্রশ্ন তোলে। অথচ জিতলে চুপ থাকে।
সমীক্ষা অনুযায়ী, অংশগ্রহণকারী উত্তরদাতাদের মধ্যে ৮৩.৬১ শতাংশ মনে করেন ইভিএম বিশ্বাসযোগ্য। সামগ্রিকভাবে ৬৯.৩৯ শতাংশের মত, ইভিএম সঠিক ও নির্ভুল ফলাফল দেয়। এর পাশাপাশি ১৪.২২ শতাংশ উত্তরদাতা এই বিষয়ে দৃঢ়ভাবে একমত বলে জানিয়েছেন।
বেঙ্গালুরু, বেলাগাভি, কালাবুর্গি এবং মাইসুরু—এই চারটি প্রশাসনিক বিভাগের ১০২টি বিধানসভা কেন্দ্রের মোট ৫,১০০ জন নাগরিকের মধ্যে এই সমীক্ষা চালানো হয়। কর্ণাটক সরকারের মুখ্য নির্বাচনী কর্মকর্তা ভি. আনবুকুমারের তত্ত্বাবধানে এই সমীক্ষা সম্পন্ন হয়।
অঞ্চলভিত্তিক তথ্য অনুযায়ী, কালাবুর্গিতে ইভিএম-এর প্রতি সর্বোচ্চ আস্থা লক্ষ্য করা গিয়েছে। সেখানে ৮৩.২৪ শতাংশ মানুষ একমত এবং ১১.২৪ শতাংশ মানুষ দৃঢ়ভাবে একমত যে ইভিএম নির্ভরযোগ্য। মাইসুরুতে ৭০.৬৭ শতাংশ একমত ও ১৭.৯২ শতাংশ দৃঢ়ভাবে একমত। বেলাগাভিতে এই হার যথাক্রমে ৬৩.৯০ শতাংশ এবং ২১.৪৩ শতাংশ।
অন্যদিকে, বেঙ্গালুরু বিভাগে দৃঢ়ভাবে একমতের হার সবচেয়ে কম—মাত্র ৯.২৮ শতাংশ। যদিও এখানেও ৬৩.৬৭ শতাংশ মানুষ ইভিএম-এর উপর আস্থা প্রকাশ করেছেন। একই সঙ্গে বেঙ্গালুরুতেই নিরপেক্ষ মতামতের হার সর্বাধিক, যা ১৫.৬৭ শতাংশ।


