Mumbai elections result: মুম্বাই পুরভোটে বিজেপি-নেতৃত্বাধীন মহাযুতির জয়জয়কার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মহারাষ্ট্রে পুরভোটে গেরুয়া ঝড়। ২৯টি পুরনিগমে নির্বাচনের ভোটগণনায় এগিয়ে মহাযুতি জোট। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, রাজ্যে ক্ষমতাসীন বিজেপি-নেতৃত্বাধীন মহাযুতি জোট বড়সড় সাফল্যের দিকে এগোচ্ছে। বিপরীতে, ঠাকরে ও পাওয়ার প্রায় সবক’টি পুরনিগমেই পিছিয়ে রয়েছে।
১৫ জানুয়ারি মহারাষ্ট্রের ৮৯৩টি ওয়ার্ডের মোট ২,৮৬৯টি আসনে ভোটগ্রহণ হয়। মঙ্গলবার সেই ভোটের ফল প্রকাশ শুরু হতেই দেখা যাচ্ছে, অন্তত ২৪টি পুরনিগমে এগিয়ে রয়েছে মহাযুতি। উদ্ধব ঠাকরের শিবসেনা ও রাজ ঠাকরের এমএনএস-এর যৌথ লড়াই এবং শরদ পাওয়ার ও অজিত পাওয়ার নেতৃত্বাধীন এনসিপির মিলিত প্রচেষ্টা প্রত্যাশিত ফল দিতে ব্যর্থ হচ্ছে।
মুম্বাই পুরনিগমে বিজেপি-শিবসেনার সংখ্যাগরিষ্ঠতা
মুম্বাইয়ের বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC)-এ বিজেপি ও শিবসেনা মিলিয়ে সংখ্যাগরিষ্ঠতার গণ্ডি পেরিয়েছে। মোট ২২৭ আসনের মধ্যে বিজেপি ৮৯টি এবং শিবসেনা ২৯টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস পেয়েছে সীমিত সাফল্য। এখনও পর্যন্ত ঘোষিত ফল অনুযায়ী, ৪টি আসনে শিবসেনা, ৩ টিতে বিজেপি এবং দু’টিতে কংগ্রেস জয়ী হয়েছে। এর মধ্যে ধারাভির দু’টি ওয়ার্ডও রয়েছে।
তবে ধারাভির ১৮৩ নম্বর ওয়ার্ডে একটি ইভিএমে ত্রুটির অভিযোগ ওঠায় সেখানে ভোটগণনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
অন্যান্য পুরনিগমের অবস্থা কী?
ভাসাই-ভিরার পুরনিগমে সকাল থেকে এগিয়ে থাকলেও পরে পিছিয়ে পড়ে বাহুজান বিকাশ আঘাড়ি (BVA)। সর্বশেষ ট্রেন্ড অনুযায়ী, বিজেপি সেখানে ৬৫টি আসনে এগিয়ে, যেখানে BVA রয়েছে ৫০টি আসনে।
পুনেতেও বিজেপির শক্তিশালী অবস্থান লক্ষ্য করা যাচ্ছে।
কেন্দ্রীয় মন্ত্রী মুরলীধর মোহোল দাবি করেছেন, শহরবাসী উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে। সংবাদ সংস্থা ANI-কে তিনি বলেন, “প্রাথমিক ট্রেন্ডেই পরিষ্কার, বিজেপি পূর্ণ ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছে। পুনে বরাবরই উন্নয়নকে অগ্রাধিকার দেয়।”
নজরে থাকা পুরনিগমগুলি
এই নির্বাচনে বিশেষ নজরে রয়েছে মুম্বাই ছাড়াও পুনে, থানে, পিম্প্রি-চিঞ্চওয়াড়, কল্যাণ-ডোম্বিভলি, মীরা-ভায়ান্দার, উলহাসনগর ও নাভি মুম্বাই পুরনিগম।
ভোটগণনা এখনও সম্পূর্ণ হয়নি। তবে প্রাথমিক ফলাফল ও ট্রেন্ডে স্পষ্ট, মহারাষ্ট্রের পুরসভা নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন মহাযুতি বড় জয় পেতে চলেছে।


