Wednesday, November 26, 2025
বিনোদন

অস্কারের মঞ্চে নাটু নাটু গানে নাচবেন হলিউড অভিনেত্রী লরেন গটলিব

কলকাতা ট্রিবিউন ডেস্ক: একের পর এক রেকর্ড গড়ছে দক্ষিণী সিনেমা ‘RRR’ এর ‘নাটু নাটু’ গানটি। ৯৫তম একাডেমি পুরস্কারের ‘সেরা মৌলিক গান’ এর জন্য মনোনীত হয়েছে গানটি। এবার অস্কারের মঞ্চে এই গানে পারফর্ম করভেন হলিউড অভিনেত্রী লরেন গটলিব।

প্রথমে জানা গিয়েছিল, জুনিয়র এনটিআর কিংবা রাম চরণ অস্কারের মঞ্চে নাটু নাটু গানে পারফর্ম করবেন। কিন্ত এবার জানা গেল, ‘নাটু নাটু’ গানে অস্কারের মঞ্চে পারফর্ম করবেন আমেরিকান অভিনেত্রী ও নৃত্যশিল্পী লরেন গটলিব।

শুক্রবার (১০ মার্চ) ইনস্টাগ্রাম পোস্টে লরেন ১২ মার্চ অস্কারের মঞ্চে তার পারফর্মেন্সের কথা জানিয়েছেন। লরেন লিখেছেন, ‘বিশেষ খবর! আগামী ১২ মার্চ আমি অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’ গানে পারফর্ম করছি! আমি উচ্ছাসিত বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে। আমি সত্যিই সৌভাগ্যবতী!’

হলিউড অভিনেত্রী হলেও বলিউডেও কাজ করেছেন লরেন। ২০১৩ সালে রিয়েলিটি শো ‘ঝলক দিখলা জা’ সিজন ৬-এ রানার-আপ হয়েছিলেন তিনি। বলিউড সিনেমা ‘এবিসিডি: এনি বডি ক্যান ডান্স’ তেও দেখা গিয়েছিল তাকে।