নিয়োগ দুর্নীতিতে জড়িত কুন্তল ও শান্তনুকে দল থেকে বহিষ্কার করলো তৃণমূল
কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল নেতা কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে ইডি। তাদের কাছ থেকে চাঞ্চল্যকর সব তথ্য উঠে আসছে। একের পর এক নাম ফাঁস করছেন তারা। এই পরিস্থিতিতে কুন্তল এবং শান্তনুকে দল থেকে বহিষ্কার করলো তৃণমূল কংগ্রেস।
হুগলির যুবনেতা কুন্তল ঘোষের বহু সম্পত্তির হদিশ মিলছে। শান্তনুর বিরুদ্ধেও উঠছে বিস্ফোরক অভিযোগ। নিয়োগ দুর্নীতিতে তাদের জড়িত থাকার প্রমাণও মিলেছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আর তাই দলের দুই যুবনেতাকে বহিষ্কারের করল তৃণমূল।
তবে শিক্ষক নিয়োগ দুর্নীতি জড়িত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিধায়ক মানিক ভট্টাচার্যের মত হেভিওয়েটদের নিয়ে কড়া অবস্থান নেয়নি তৃণমূল। তারা এখন জেলেই রয়েছেন। তাদের গ্রেফতারিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেই দাবি করে আসছে তৃণমূল নেতৃত্ব।

