Tuesday, October 7, 2025
Latestরাজ্য​

‘দিদি যতদিন ক্ষমতায় আছে পশ্চিমবঙ্গে যাবো না’, মন্তব্য বাগেশ্বর বাবার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে মন্তব্য করলেন বাগেশ্বর ধামের পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতায় নির্ধারিত ৩ দিনের হনুমন্ত কথা অনুষ্ঠান। কিন্তু হঠাৎ করেই সেই কর্মসূচি স্থগিত হয়ে যায়। অভিযোগ জলমগ্ন জায়গাতেই অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছিল। এরপরেই বাগেশ্বর বাবার তোপ, ‘দিদি যতদিন ক্ষমতায় আছে বাংলায় যাবো না।’

কেন বন্ধ হল কলকাতার অনুষ্ঠান?

সূত্রের খবর, অনুষ্ঠানস্থল জলমগ্ন অবস্থায় থাকায় আয়োজকদের পক্ষে হনুমন্ত কথার ব্যবস্থা করা সম্ভব হয়নি। ধীরেন্দ্র শাস্ত্রীর দাবি, “যে স্থানে হনুমন্ত কথার অনুমতি মিলেছিল, সেখানে এখন জল জমে রয়েছে। অথচ প্রশাসনের পক্ষ থেকে অন্য কোনও বিকল্প স্থানও দেওয়া হয়নি। তাই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে হনুমন্ত কথা আয়োজন করা সম্ভব নয়।”

মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে পরোক্ষ মন্তব্য

তবে এখানেই থেমে থাকেননি বাগেশ্বর বাবা। প্রশাসনিক কারণের পাশাপাশি রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য, “আপনারা বুঝে গিয়েছেন কার কথা বলছি। আমি নাম নেব না। তবে এটুকু বলব — পশ্চিমবঙ্গে হনুমন্ত কথা হবে না। যতক্ষণ ‘দিদি’ আছেন আমি আসব না, যখন ‘দাদা’ আসবেন তখন আমরা অনুষ্ঠান করব।”


এই বক্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনেকে একে রাজনীতির রঙ মেশানো ধর্মীয় মন্তব্য বলে আখ্যা দিচ্ছেন।

বিতর্ক ও প্রতিক্রিয়া

ধর্মীয় মহলে এই মন্তব্যে বিভাজন তৈরি হয়েছে। একাংশের মতে, ধর্মীয় আচার-অনুষ্ঠানকে রাজনীতির সঙ্গে যুক্ত করা অনুচিত। অন্যদিকে, বাগেশ্বর বাবার অনুগামীরা তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁদের দাবি, “ধর্মের মর্যাদা রক্ষার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।”

ভক্তদের হতাশা

কলকাতায় বাগেশ্বর ধামের অনুগামীর সংখ্যা কম নয়। বহু মানুষ হনুমন্ত কথা শুনতে মুখিয়ে ছিলেন। অনুষ্ঠান বাতিলের খবরে তাঁরা হতাশ। অনেকেই জানিয়েছেন, পরিস্থিতি অনুকূল হলে তাঁরা আবার বাগেশ্বর বাবার আগমনের অপেক্ষায় থাকবেন।

ধীরেন্দ্র শাস্ত্রীর ভাষায়, “ধর্ম ও পরম্পরা মেনে আমরা কথা বলি। যদি পরিস্থিতি অনুকূল হয় এবং প্রশাসনের অনুমতি মেলে, তবেই আবার পশ্চিমবঙ্গে আসব।”

একদিকে প্রশাসনিক অজুহাত, অন্যদিকে রাজনৈতিক বার্তা— এই দুইয়ের মিশেলে বাগেশ্বর বাবার মন্তব্য ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।