Sunday, January 18, 2026
Latestবিনোদন

Kantara Chapter 1 : ১৭ দিনে ঋষভ শেঠির ‘কান্তারা চ্যাপ্টার ১’ আয় করলো ৫০৬ কোটি টাকা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ঋষভ শেঠি পরিচালিত ‘কান্তারা চ্যাপ্টার ১’ যেন বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির মাত্র ১৭ দিনের মধ্যেই সিনেমাটি প্রবেশ করেছে ৫০০ কোটির এলিট ক্লাবে। শনিবার পর্যন্ত ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ₹৫০৬.২৫ কোটি।

ওয়েবসাইট Sacnilk.com-এর বক্স অফিস বিশ্লেষণ অনুযায়ী, শনিবার ছবিটি একাই আয় করেছে প্রায় ₹১৩ কোটি। তৃতীয় সপ্তাহেও আয় ধরে রাখার এই ধারাই প্রমাণ করছে দর্শকদের প্রবল আগ্রহ। ১৫তম দিনে ছবিটির আয় ছিল ₹৮.৮৫ কোটি, ১৬তম দিনে (তৃতীয় শুক্রবার) একই অঙ্কে স্থির থাকে আয়। আর তৃতীয় শনিবারেই তা বেড়ে দাঁড়ায় ₹১২.৫০ কোটিতে। বিশেষজ্ঞদের মতে, দীপাবলির সময় এই ঊর্ধ্বমুখী প্রবণতা আরও বৃদ্ধি পাবে।

হোম্বলে ফিল্মসের ব্যানারে বিজয় কিরাগান্দুর ও চালুভে গৌড়া প্রযোজিত এই মহাকাব্যিক পৌরাণিক অ্যাকশন ফিল্মটি ২০২২ সালের ব্লকবাস্টার ‘কান্তারা: আ লিজেন্ড’-এর প্রিকুয়েল। কাহিনীতে রয়েছে দক্ষিণ ভারতের লোকবিশ্বাস, দেবতা এবং প্রকৃতির প্রতি মানুষের অগাধ শ্রদ্ধার সংমিশ্রণ।

পরিচালক ও প্রধান অভিনেতা ঋষভ শেঠির পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, জয়রাম এবং গুলশান দেব্যায়া।

নির্মাতারা শনিবার সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন, ‘কান্তারা চ্যাপ্টার ১’–এর বিশ্বব্যাপী আয় ৭০০ কোটির ঘর ছাড়িয়েছে।