খড়দহের রাস কোলাঘাটে কালী পুজোমন্ডপে দুষ্কৃতী হামলা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশের ছায়া এবার পশ্চিমবঙ্গে। দুর্গাপুজোর সময় বাংলাদেশের একাধিক দুর্গা পুজোমণ্ডপে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটেছিল। এবার খড়দহ (Khardah) রাস কোলাঘাটে কালী পুজোমন্ডপে হামলার ঘটনা ঘটেছে। মন্ডপে হামলার ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
দুষ্কৃতীরা উপস্থিত লোকজনের মানুষজনকে তুমুল মারধর করে বলে খবর। এই ঘটনায় কমপক্ষে ৫জন আহত হয়েছেন জানা গেছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
অভিযোগ, বৃহস্পতিবার রাতে কালী পূজা চলাকালীন খড়দহ রাসকোলা ঘাটের তরুণ সমিতি ক্লাবে প্রায় ২০ জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। পুরুষ-মহিলা থেকে শুরু করে শিশুরাও রেহাই পায়নি দুষ্কৃতীদের তাণ্ডবের হাত থেকে।
কালী পুজোমন্ডপে দুষ্কৃতী হামলার ঘটনায় ওই এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ দায়ের করা হয়েছে খড়দহ থানায়। তবে পুলিশ এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।