বিশিষ্ট সাংবাদিক রোহিত সরদানার মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি: করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন জনপ্রিয় সঞ্চালক তথা টিভি জার্নালিস্ট রোহিত সরদনা (Journalist Rohit Sardana)। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংবাদমাধ্য়ম জগতে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশবাসী। করোনা রিপোর্ট পজেটিভ আসে তাঁর। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শুক্রবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। টুইটে তিনি লিখেছেন, অসাধারণ প্রতিভাধর সাংবাদিক রোহিত সরদনা অনেক তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন। এক অপূরণীয় শূন্যতা নেমে এসেছে ভারতীয় সংবাদ জগতে। প্রাণ শক্তিতে ভরপুর, দয়ালু চিত্ত রোহিতের অভাব সবাই অনুভব করবেন। রোহিতের পরিবার, পরিজন ও অনুরাগীদের প্রতি সমবেদনা। ওম শান্তি।
বিশিষ্ট সাংবাদিক রাজদীপ সরদেশাইয়ের টুইটে লিখেছেন, খুবই ভয়ঙ্কর খবর। রোহিত সরদানা প্রয়াত হয়েছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন উনি। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা।
বিশিষ্ট সাংবাদিক চিত্রা ত্রিপাঠী টুইটে লিখেছেন, হাসি-খুশি পরিবার, দুটি ছোট মেয়ে। ওদের জন্য এই লড়াইয়ে হেরে যাওয়া ঠিক হল না রোহিত সরদানাজী। শুক্রবার সকালে নয়ডার বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। তারপরেই এল দুঃসংবাদ। কিছু বলার নেই।
বিশিষ্ট সাংবাদিক সুধীর চৌধুরী লিখেছেন, কিছুক্ষণ আগেই আমার এক সহকর্মীর ফোন এল। যা শুনলান, তাতে হাত কাঁপতে শুরু করল। আমাদের বন্ধু ও সহযোগী রোহিত সরাদানার মৃত্যুর খবর শুনলাম। এই মারণভাইরাস এত ঘনিষ্ঠ কারও প্রাণ কেড়ে নেবে তা কল্পনাও করতে পারিনি। ঈশ্বর সুবিচার করলেন না।
কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি টুইটে লিখেছেন, সংবাদ জগতে প্রতিভাবান ও জনপ্রিয় বিশিষ্ট সাংবাদিক রোহিত সরদানার অকাল প্রয়াণে অত্যন্ত মর্মাহত। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। রোহিত সরদানার আত্মার শান্তি কামনা করেছি।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

