‘মোদীর শক্তি, দৃঢ় সংকল্প এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, বহু মানুষের কাছে অনুপ্রেরণার উৎস’, নমোকে জন্মদিনে শুভেচ্ছা মেলোনির
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ ৭৫তম জন্মদিন। মোদীর জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতারা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও মোদীকে অভিনন্দন জানিয়েছেন।
মেলোনি এক্সে (পূর্বে Twitter) লিখেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা। মোদীর শক্তি, দৃঢ় সংকল্প এবং লক্ষ লক্ষ মানুষকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বহুজনের অনুপ্রেরণার উৎস। বন্ধুত্ব ও শ্রদ্ধার সঙ্গে আমি তাঁর সুস্বাস্থ্য কামনা করি। তিনি যেন ভারতকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারেন। পাশাপাশি আমাদের দুই দেশের সম্পর্ক আরও জোরদার হয়।” মেলোনি এ পোস্টে নরেন্দ্র মোদির সঙ্গে তোলা এক সেলফিও শেয়ার করেছেন।
এর আগে বিভিন্ন সময়ে জর্জিয়া মেলোনি নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেছেন। মেলোনি প্রায়ই নরেন্দ্র মোদীর কাজ ও অবদান নিয়ে পোস্ট করেন এবং হ্যাশট্যাগ #Melodi ব্যবহার করে তাঁদের বন্ধুত্বকে তুলে ধরেন।