বছরের শুরুতেই ভারতকে প্রথম দফায় ৪০ হাজার লাইট মেশিন গান সরবরাহ করবে ইসরায়েল
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আগামী বছরের শুরুর দিকেই ভারতকে প্রথম দফায় লাইট মেশিন গান (এলএমজি) সরবরাহ শুরু করবে ইজরায়েলি প্রতিরক্ষা সংস্থা। যাবতীয় পরীক্ষা, ট্রায়াল ও সরকারি আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এবং উৎপাদনের লাইসেন্সও হাতে এসেছে।
ইজরায়েল ওয়েপেন ইন্ডাস্ট্রির পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ বছর ধরে পর্যায়ক্রমে এলএমজি সরবরাহের চুক্তি থাকলেও তারা চাইলে আরও দ্রুত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করতে সক্ষম। সংস্থাটি জানিয়েছে, আগামী বছরের শুরু থেকেই প্রথম দফায় সরঞ্জাম পাঠানো হবে।
ভারত-ইজরায়েল প্রতিরক্ষা সহযোগিতার অন্তর্গত দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিকটি হল ‘ক্লোজ কোয়ার্টার্স ব্যাটেল’ (সিকিউবিসি) কার্বাইনের টেন্ডার। ওই চুক্তির অধীনে মোট প্রয়োজনীয় কার্বাইনের ৪০ শতাংশ সরবরাহের প্রস্তাব দিয়েছে ইজরায়েলি সংস্থা। প্রায় ১.৭ লাখ নতুন প্রজন্মের কার্বাইন চুক্তি চূড়ান্ত হওয়ার পর্যায়ে আছে।
এ ছাড়া পিস্তল, রাইফেল, মেশিন গান ও অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রি এবং যৌথ সহযোগিতা গড়ে তোলার লক্ষ্যে ভারতের একাধিক সংস্থার সঙ্গে আলোচনার কথাও জানিয়েছে ইজরায়েলি প্রতিরক্ষা সংস্থা।


