দিল্লিতে হামলার ছক, গ্রেফতার ২ ISIS জঙ্গি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: দিল্লিতে বড়সড় জঙ্গি হামলার ছক ভেস্তে দিল দিল্লি পুলিশ। বিশেষ সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে আইএসআইএস (ISIS)-এর সঙ্গে যুক্ত একটি মডিউল ভেঙে দেওয়া হয়েছে। গ্রেফতার হয়েছে দুই জঙ্গি, যারা “ফিদায়েন” বা আত্মঘাতী হামলার প্রশিক্ষণ নিচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।
দিল্লি পুলিশের স্পেশাল সেল জানিয়েছে, ধৃতদের মধ্যে একজনের নাম আদনান। দু’জনই মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের বাসিন্দা। নির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে দিল্লির সাদিক নগর এবং ভোপালে একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশের এক সিনিয়র আধিকারিকের উদ্ধৃতি দিয়ে পিটিআই (PTI) জানিয়েছে, দিল্লিতে সম্ভাব্য জঙ্গি হামলার গোপন খবর পাওয়ার পরেই এই অভিযান চালানো হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃতরা আইএসআইএস-এর সঙ্গে যুক্ত ছিল এবং রাজধানীতে বড়সড় হামলার ছক কষছিল। তাদের কাছ থেকে বেশ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস ও গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রমোদ কুশওহা এবং এসিপি ললিত মোহন নেগির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পুলিশের দাবি, সময়মতো পদক্ষেপ নেওয়ার ফলেই রাজধানীতে সম্ভাব্য সন্ত্রাসী হামলা রুখে দেওয়া সম্ভব হয়েছে।
সূত্রের খবর, ধৃতদের মডিউলটি আইএসআইএস দ্বারা অনুপ্রাণিত এবং এর সঙ্গে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)-এর যোগ থাকতে পারে বলে সন্দেহ। আইএসআই-ই নাকি ইসলামিক স্টেটের ছদ্মবেশে এমন নেটওয়ার্ককে অর্থ ও নির্দেশনা দিচ্ছে।
ধৃতদের জেরা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও দিল্লি পুলিশ। তাদের আন্তর্জাতিক যোগাযোগ ও সম্ভাব্য সহযোগীদের সন্ধানে তল্লাশি চলছে। নিরাপত্তা সংস্থাগুলি গোটা নেটওয়ার্কটি ভেঙে ফেলতে জোর তৎপরতা শুরু করেছে।


