Monday, January 12, 2026
আন্তর্জাতিক

৫০ বছরের রেকর্ড ভাঙলো পাকিস্তানের মুদ্রাস্ফীতি, ফ্রি রেশনের লাইনে পদপিষ্ট হয়ে মৃত ২৬ জন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ক্রমশ আর্থিক সংকট বাড়ছে পাকিস্তানের। গত পাঁচ দশকের মধ্যে সর্বোচ্চ পরিমাণ মুদ্রাস্ফীতি দেশটিতে। তথ্য অনুযায়ী, পাকিস্তানের মুদ্রাস্ফীতির হার গত ৫ দশকের মধ্যে সর্বোচ্চ। মার্চ মাসে পাকিস্তানের মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৩৫.৩৭ শতাংশ।

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। রাস্তায় চুরি-ছিনতাই-পকেটমারির মতো ঘটনা বেড়েছে ব্যাপকহারে। এই পরিস্থিতিতে মানুষজন ভরসা করছে বিনামূল্যে রেশনের উপরে। আর বিনামূল্যে রেশনের লাইনে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ২৬ জনের। এই ধরনের ঘটনা সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছে পাকিস্তান সরকারের উপরে।

পাকিস্তানের মুদ্রাস্ফীতির হার যে হারে বাড়ছে তাতে করে উদ্বেগ বাড়ছে। এভাবে চলতে থাকলে কয়েক দিনেই সেদেশের মুদ্রাস্ফীতি ভয়ানক জায়গায় পৌঁছে যাবে।

ইতিমধ্যে পাকিস্তানের গ্রামাঞ্চলে খাবারের দামে মুদ্রাস্ফিতীর হার বেড়েছে প্রায় ৫০ শতাংশ। সুরা জাতীয় পানীয়র দাম বেড়েছে অন্তত ৪০ শতাংশ। তামাকজাত পণ্যের মূল্যবৃদ্ধি হয়েছে অন্তত ১৪০ শতাংশ। সবমিলিয়ে মহা আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।