Sunday, January 11, 2026
Latestদেশ

ইজরায়েল থেকে ১,০০০ SPICE এয়ার-টু-সারফেস মিসাইল কিনছে ভারত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (DAC) মোট ৮.৭ বিলিয়ন ডলারের অস্ত্র কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এই প্যাকেজের অংশ হিসেবে ইজরায়েলের প্রতিরক্ষা সংস্থা রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস-এর জন্য তৈরি প্রায় ১,০০০টি SPICE এয়ার-টু-সারফেস মিসাইল গাইডেন্স কিট কিনবে ভারত।

এই চুক্তিতে মূলত SPICE 1000 (লাইট হেইল) গাইডেন্স কিট অন্তর্ভুক্ত রয়েছে। SPICE হলো এক ধরনের অত্যাধুনিক, স্বয়ংক্রিয় ও নির্ভুল এয়ার-টু-গ্রাউন্ড অস্ত্রব্যবস্থা, যার সর্বোচ্চ পাল্লা প্রায় ১০০ কিলোমিটার। বিভিন্ন ওজনের তিন ধরনের বোমা নিয়ে গঠিত এই সিরিজে SPICE 1000-এর ওজন প্রায় ৫০০ কিলোগ্রাম। ভারতের রাফায়েলের তৈরি এই অস্ত্র ইজরায়েল তৈরি করবে।

SPICE মিসাইল পরিবারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো—এটি GPS ছাড়াও স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। উন্নত ইলেকট্রো-অপটিক্যাল হোমিং হেড এবং বিশেষ গাণিতিক অ্যালগরিদম ব্যবহার করে মিসাইলটি রিয়েল-টাইমে লক্ষ্যবস্তুর ছবি মিলিয়ে দেখে নিখুঁতভাবে আঘাত করে। এর আঘাতের ত্রুটি মাত্র ৩ মিটারেরও কম, যা একে অত্যন্ত নির্ভুল অস্ত্রে পরিণত করেছে।

বিশেষজ্ঞদের মতে, চলতি বছরের মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ ভারতের কাছে স্পষ্ট করে দিয়েছে যে আধুনিক ও বহুমুখী অস্ত্রব্যবস্থার প্রয়োজন কতটা জরুরি। সেই প্রেক্ষিতেই ইজরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর হচ্ছে। গত নভেম্বরের শুরুতেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের ডিরেক্টর জেনারেল রাজেশ কুমার সিংয়ের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে একটি MoU সই করেন ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল (অব.) আমির বারাম।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (SIPRI)-এর তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ইজরায়েলের মোট প্রতিরক্ষা রফতানির প্রায় ৩৪ শতাংশই ভারতের সঙ্গে হয়েছে। অর্থাৎ, ইজরায়েলি প্রতিরক্ষা শিল্পের সবচেয়ে বড় ক্রেতা বর্তমানে ভারত।

এর পাশাপাশি, সম্প্রতি প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট IDRW জানিয়েছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের একটি প্রতিনিধি দল গোপনে ইজরায়েলে গিয়ে IAI-এর Air LORA ব্যালিস্টিক মিসাইল এবং রাফায়েলের Ice Breaker ক্রুজ মিসাইল সংগ্রহ ও দেশে উৎপাদনের বিষয়ে আলোচনা করেছে।

ভারতীয় বায়ুসেনা ইতিমধ্যেই রাফায়েলের Rampage মিসাইল ব্যবহার করছে, যার পাল্লা প্রায় ১৫০–২৫০ কিলোমিটার। তবে এই পাল্লা পাকিস্তানের চিনা নির্মিত আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে। সেই কারণেই ভারতের আগ্রহ Air LORA মিসাইসে, যার পাল্লা প্রায় ৪০০ কিলোমিটার। এই মিসাইল ব্যবহার করে শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বাইরে থেকেই লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব।

IAI-এর তৈরি Air LORA মিসাইলের ওজন প্রায় ১,৬০০ কিলোগ্রাম। এটি সুপারসনিক গতিতে উড়ে যায় এবং জ্যামিং-প্রতিরোধী স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থায় পরিচালিত হয়। ‘লঞ্চ অ্যান্ড ফরগেট’ প্রযুক্তির ফলে উৎক্ষেপণের পর আর আলাদা করে গাইড করার প্রয়োজন পড়ে না। সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র লঞ্চ সাইট এবং এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংসে এটি অত্যন্ত কার্যকর বলে মনে করা হচ্ছে।

এছাড়া, রাফায়েলের Ice Breaker ক্রুজ মিসাইল নিয়েও ভারতের আগ্রহ রয়েছে। প্রায় ৩০০ কিলোমিটার পাল্লার এই মিসাইল স্থল ও সমুদ্র—উভয় লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যবহারযোগ্য। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-সমর্থিত ইনফ্রারেড নেভিগেশন ব্যবস্থার কারণে এটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার পরিবেশেও কার্যকরভাবে লক্ষ্য শনাক্ত ও আঘাত হানতে সক্ষম।

সব মিলিয়ে, ইজরায়েলের সঙ্গে এই বৃহৎ প্রতিরক্ষা চুক্তি ভারতের আক্রমণ ও প্রতিরক্ষা—উভয় ক্ষমতাকেই নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। জেরুজালেম পোস্ট