Tuesday, December 16, 2025
বলিউড

জুহি চাওলাকে ২০ লাখ টাকা জরিমানা, তুমুল ভর্ৎসনা হাইকোর্টের

নয়াদিল্লি: 5G ওয়্যারলেস নেটওয়ার্ক চালুর বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। পাশাপাশি, আদালতের মূল্যবান সময় নষ্ট করার জন্য ২০ লাখ টাকা জরিমানা করেছে জুহি চাওলাকে। জুহিকে তুমুল ভর্ৎসনাও করেছে আদালত। পুরোটাই পাবলিসিটি পাওয়ার প্রচেষ্টা বলে মন্তব্য আদালতের।

দিল্লি হাইকোর্ট জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়াল শুনানি চালাচ্ছেন জুহি। কয়েক বছরের পরেই আসছে ৫জি নেটওয়ার্ক পরিষেবা। এর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন পরিবেশবাদীরা। জুহিও সেই দলে নাম লেখান। জুহি বলেছিলেন, আমি প্রযুক্তগত উন্নতির বিপক্ষে নই। আমরা প্রায় সকলেই বাজারে নতুন আসা ওয়্যারলেস নেটওয়ার্ক ব্যবহার করে থাকি। কিন্তু আরএফ রেডিয়েশন নিয়ে আমাদের সকলের মধ্যেই একটা দ্বিধা কাজ করে। বেশ কিছু সমীক্ষা ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এর মধ্যেই আমরা জানতে পেরেছি মানুষ ও পশু-পাখিদের শরীরের জন্য এটা কতটা ক্ষতিকর।

জুহি বলেন, ভারতে যদি 5G নেটওয়ার্ক চালু করা হয়, তাহলে মানুষ থেকে শুরু করে পশু-পাখি – ৩৬৫ দিন রেডিয়েশন থেকে বাঁচতে পারবে না কেউই। রেডিয়েশন এখন আগের চেয়ে ১০ থেকে ১০০ গুণ বেশি হয়ে গিয়েছে। এটা আমাদের জন্য খুবই ক্ষতিকারক।

মামলা খারিজ করে মামলাকারী জুহিকে দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা করে আদালত। শুক্রবার শুনানিতে আদালত স্পষ্ট জানায়, এই আবেদন অযাচিত এবং ভুলভাল তথ্যে ভরা। বিষয়টি নিয়ে আবেদনকারীর কোনও স্পষ্ট ধারণা নেই। মিডিয়ার সামনে প্রচারের আলোয় আসতেই এই মামলা করেছেন অভিনেত্রী। তাই ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে জুহির বিরুদ্ধে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।