জামাই ষষ্ঠীতে পূর্ণ দিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার
কলকাতা: সরকারি কর্মীদের জন্য সুখবর। জামাই ষষ্ঠী (Jamai shasthi) উপলক্ষে বুধবার পূর্ণ দিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। বিগত বছরগুলোতে অর্ধ দিবস ছুটি দেওয়া হতো। তবে এবছর হাফ নয়, পূর্ণ দিবস ছুটি। পূর্ণ দিবস ছুটি হলেও একদিনের সবেতন ছুটি পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। মঙ্গলবার নবান্নের তরফে বিবৃতি জারি করে এই তথ্য জানানো হয়েছে।
তবে করোনা পরিস্থিতির বর্তমানে রাজ্যে কড়া বিধি-নিষেধ জারি আছে। সরকারি অফিসগুলিতে উপস্থিতির হার পূর্ণ করা হয়নি এখনও। রাজ্য সরকারের বিবৃতিতে বলা হয়েছে, বুধবার জরুরি পরিষেবা ছাড়া রাজ্যের শহুরে ও গ্রামীণ সমস্ত সরকারি দফতর বন্ধ থাকবে। শিক্ষা প্রতিষ্ঠান-সহ সব দফতরের জন্যেও এই নির্দেশিকা প্রযোজ্য।
গোটা দিন ছুটি থাকার দরুণ নিমন্ত্রণ রক্ষা করতে সকাল সকাল হাজির হতে পারবেন শ্বশুরবাড়িতে। তবে বিধি-নিষেধে স্পষ্টই বলা হয়েছে, গণপরিবহণ পুরোপুরি বন্ধ থাকবে। অর্থাৎ মিলবে না বাস। উঠতে পারবেন না স্টাফ স্পেশাল ট্রেনে। বন্ধ থাকছে মেট্রো পরিষেবাও। এক্ষেত্রে ব্যক্তিগত গাড়িই একমাত্র ভরসা। তবে ব্যক্তিগত গাড়ি চালাতে গেলে লাগবে প্রশাসনের অনুমতি।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

