Tuesday, December 16, 2025
দেশ

গালওয়ান সংঘর্ষের পর গত এক বছরে চিনা পণ্য বয়কট করছে ৪৩% ভারতীয়

নয়াদিল্লি: ২০২০ সালের ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষের পরে দেশজুড়ে চিনা দ্রব্য বয়কটের ডাক ওঠে। চিনা সেনার বর্বরতার শিকার হয়ে শহিদ হন ২০ ভারতীয় জওয়ান। ভারতীয় সেনা পালটা জবাবে অন্তত ৪৩ চিনা সেনা জন হতাহত হয়। গালওয়ান সংঘর্ষের পরে গোটা ভারত জুড়ে চিনের প্রতি ঘৃণা তীব্র আকার ধারণ করে। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গিয়েছে, গালওয়ান সংঘর্ষের পর গত ১২ মাসে দেশে চিনা পণ্য বয়কট করেছেন ৪৩ শতাংশ ভারতীয়।

কমিউনিটি অনলাইন প্ল্যাটফর্ম লোকাল সাইক্লাসের (Local Circles) করা এই সমীক্ষায় আরও দেখা গিয়েছে, আগে যারা ‘মেড ইন চায়না’ পণ্য কিনতেন তাদের মধ্যে ৬০ শতাংশ বলেছেন, গত ১২ মাসে মাত্র ১-২ টি চিনা পণ্য কিনেছেন তারা। এই জরিপ ভারতের ২৮১ জেলার প্রায় ১৮ হাজার উপর করা হয়।

১৪ শতাংশ ভারতীয় বলেছেন, তারা গত ১২ মাসে ৩-৫ টি পণ্য কিনেছেন। ৭ শতাংশ ভারতীয় বলেছেন, তারা ৫ থেকে ১০টি  পণ্য কিনেছেন। উল্লেখ্য, বৈদ্যুতিক সরঞ্জাম, ওষুধ সহ বেশ কয়েকটি পণ্যের জন্য ভারত চিনের উপর নির্ভর করে। ভারতের মধ্যবর্তী পণ্য আমদানিতে চিনের অংশীদারিত্ব ১২ শতাংশ, চূড়ান্ত পণ্যের ক্ষেত্রে ৩০ শতাংশ এবং চূড়ান্ত ভোক্তা সামগ্রীর জন্য ২৬ শতাংশ।

গালওয়ান সংঘর্ষের পরে আইপিএলয়ের টাইটেল স্পনসর থেকে VIVO কে সরিয়ে দেয় বিসিসিআই (BCCI)। দেশে নিষিদ্ধ করা হয় জনপ্রিয় অনলাইন গেম পাবজি, টিক টক, আলিএক্সপ্রেস-সহ ২৫০টিরও বেশি চিনা অ্যাপস এবং ই-কমার্স ওয়েবসাইট। কেন্দ্রীয় সরকারের তরফে এবং বেসরকারি কোম্পানি গুলোও চিনের সাথে বাতিল করে একাধিক চুক্তি। – Business Today

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।