Tuesday, June 24, 2025
দেশ

দু’দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে মোদী সরকারের সঙ্গে কাজ করতে চাই: বেনেট

জেরুজালেম: রবিবার পার্লামেন্টে ভোটাভুটিতে জিতে ইজরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কট্টর ইহুদি জাতীয়তাবাদী রাজনীতিক নাফতালি বেনেট। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে মোদী লিখেছেন, ইজরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নাফতালি বেনেটকে শুভেচ্ছা জানাই। আমরা আগামী বছর ভারত- ইজরাইলের কূটনৈতিক সম্পর্কের ৩০ বছর পূতি হবে। আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। দু’দেশের মধ্যকার সম্পর্ক আরও মজবুত করতে হবে।

জবাবে প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়ে ভারতের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেন নাফতালি বেনেট। টুইটে তিনি লিখেছেন, ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি দুই গণতান্ত্রিক দেশের গভীর সম্পর্ককে আরও মজবুত করতে আপনার সঙ্গে কাজ করতে আগ্রহী।


ইজ়রায়েলের সদ্যপ্রাক্তন প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং নরেন্দ্র মোদীর বন্ধুত্ব সুবিদিত। ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, গত সাত বছরে মোদী-নেতানিয়াহু জমানাতে দু’দেশের মধ্যকার কৌশলগত এবং বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছছে।

ইজরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ও বিকল্প প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ জানিয়েছেন, নতুন সরকার ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করবে। ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের শুভেচ্ছা বার্তার জবাবে লাপিদ টুইটে লিখেছেন, আমি দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যেত আশাবাদী। ইজরায়েল সফরের জন্য আপনাকে স্বাগত জানানো হচ্ছে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত দীর্ঘ ৫ বছর ধরে।