Putin’s India visit: রুশ ভাষায় গীতা, অসমের চা, মুর্শিদাবাদের টি-সেট; আর কী কী উপহার দেওয়া হলো পুতিনকে?
কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২ দিনের সফরে ভারত এসেছিলেন। বৃহস্পতিবার রাতে প্রোটোকল ভেঙে বিমানবন্দর গিয়ে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতি পুতিনকে মোট ৬টি উপহার দেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য উপহার হলো, ভগবদ্গীতার রুশ ভাষার সংস্করণ।
মোদী জানান, গীতার শিক্ষা সারা বিশ্বের লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করে এবং বন্ধুকে মূল্যবান উপহার দিতে পেরে গর্বিত।
গীতার পাশাপাশি উপহারের তালিকায় ছিল-
অসমের বিশ্ববিখ্যাত চা,
কাশ্মীরের জাফরান,
মহারাষ্ট্রের রুপোর ঘোড়া,
আগ্রার মার্বেল পাথরের দাবা সেট,
এবং মুর্শিদাবাদের রুপোর কারুকাজ করা টি-সেট, যাতে রয়েছে কাপ, কেটলি এবং চায়ের প্রয়োজনীয় পাত্র। পশ্চিমবঙ্গের শিল্পকলা ও ঐতিহ্যের ছাপ থাকা এই উপহার বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।
রাজনৈতিক মহলের মতে, ২০২৬ সালের শুরুতে অসম ও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন থাকায় উপহার নির্বাচনের নেপথ্যে এই বার্তাও থাকতে পারে।
সফরের রাজনৈতিক প্রেক্ষাপটও কম গুরুত্বপূর্ণ নয়। রাশিয়ার তেল কেনা নিয়ে আমেরিকার চাপ থাকলেও দিল্লি তাদের অবস্থান বদলায়নি। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেও রাশিয়ার সঙ্গে বাণিজ্যনীতিতে পরিবর্তন আনেনি ভারত।
দিল্লিতে সেই প্রসঙ্গেই পুতিন প্রশ্ন তোলেন, “আমেরিকা যদি রাশিয়ার তেল কিনতে পারে, তবে ভারতের বাধা কোথায়?”
সব মিলিয়ে, পুতিনের এই সফরকে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার এক গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মনে করছেন বিশ্লেষকরা।


