বাংলাদেশের চট্টগ্রামে এক রাতে ৪ মন্দিরে লুটপাট, হামলা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: অশান্ত বাংলাদেশ। এবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একই রাতে ৪টি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার হাইলধর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার বিকেলে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চুরি হওয়া ৪টি মন্দিরের মধ্যে দুটি সর্বজনীন এবং দুটি পারিবারিক মন্দির। বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরগুলোর তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখান থেকে সোনার হার, শঙ্খ, ডালা, পূজার পাত্র, লোটা-সহ বিভিন্ন নিত্যপূজাসামগ্রী চুরি করা হয়। এরপর মন্দিরের দেবদেবীর মূর্তি ভাঙচুর করে বলে অভিযোগ।
এছাড়াও একটি শিবমন্দির থেকে শিবের সর্প অলংকার, নন্দি মূর্তি, তামার ত্রিশূল, ধাতব ঘণ্টাসহ একাধিক মূল্যবান সামগ্রী খোয়া গেছে বলে অভিযোগ। শুক্রবার ভোরে মন্দিরের সেবায়েতরা এসে তালা ভাঙা অবস্থায় দেখতে পান এবং তখনই চুরির বিষয়টি প্রকাশ্যে আসে।
ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। পরে শনিবার আনুষ্ঠানিকভাবে থানায় মামলা করা হয়।
আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মজনু মিয়া বলেন, “মন্দিরে চুরির ঘটনায় একটি মামলা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”
পুলিশ জানিয়েছে, চুরির পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হচ্ছে।
তথ্যসূত্র: প্রথম আলো


