Tuesday, October 14, 2025
দেশ

বড় খবর, দিল্লি হিংসার ‘মূল ষড়যন্ত্রকারী’ উমর খালিদ গ্রেফতার

নয়াদিল্লি: দিল্লি হিংসার ঘটনায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) প্রাক্তন ছাত্র তথা ছাত্র সংসদের প্রাক্তন সদস্য উমর খালিদকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। দিল্লি হিংসার গোটা ঘটনায় উমর খালিদকে অন্যতম মূল ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করেছে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, উমর খালিদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, দিল্লি হিংসার ঘটনায় কমপক্ষে ৫৩ জনের মৃত্যু হয়েছিল এবং আহত হয়েছিলেন ৪০০ জনের বেশি মানুষ।

শাহিনবাগে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী আন্দোলন চলাকালীন উস্কানিমূলক ভাষণ দিয়েছিলেন উমর খালিদ। তিনি ট্রাম্পের সফরের সময় মানুষকে রাস্তায় নামতে এবং রাস্তা আটকানোর আর্জি জানিয়েছিলেন। এ জন্যে গত ১ আগস্ট তাকে জেরা করে পুলিশ। রবিবার ফের উমরকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। টানা ১১ ঘণ্টা জেরার পর তাকে গ্রেফতার করল দিল্লি পুলিশ।

পুলিশ জানিয়েছে, আম আদমি পার্টির (আপ) প্রাক্তন কাউন্সিলর তাহির হুসেনের সঙ্গে হাত মিলিয়ে হিংসার ষড়যন্ত্র কষেছিলেন উমর খালিদ। হিংসার ছক তৈরির জন্য গত ৮ জানুয়ারি তাহির এবং সইফির সঙ্গে দেখা করেছিলেন উমর। প্রসঙ্গত, এর আগে গত ৩ আগস্ট তাহির হুসেন জেরায় হিংসায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করে নিয়েছেন।

দিল্লি হিংসার ঘটনায় ইতিমধ্যেই তাহির হুসেন, জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মীরান হায়দার, জামিয়া কো-অর্ডিনেশন কমিটির মিডিয়া কো-অর্ডিনেটর সফুরা জারগার এবং পিঞ্জরা তোড়ের কর্মী নাতাশা নারওয়াল, দেবাঙ্গনা কলিতা-সহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।