ভারতীয় সেনার জন্য নতুন বুলেটপ্রুফ রক্ষা কবচ, আটকাবে AK-47-এর গুলিও
নয়াদিল্লি: রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘মিশ্র ধাতু নিগম লিমিটেড’ (মিধানি) দেশীয় প্রযুক্তিতে ভারতীয় সেনার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট তৈরি করল। নাম, ‘ভাবা কবচ’। দেশীয় প্রযুক্তি তৈরি বুলেটপ্রুফ জ্যাকেটের আগের সংস্করণগুলিও ‘কবচ’ নামে পরিচিত। এবার সেই সাথে জুড়েছে ভারতে পরমাণু কর্মসূচির প্রতিষ্ঠাতা হোমি জাহাঙ্গির ভাবার নাম।
জানা গিয়েছে, অত্যাধুনিক এই বুলেটপ্রুফ জ্যাকেট পুরোপুরি আন্তর্জাতিক গুণমানের। এই বুলেটপ্রুফ জ্যাকেট অত্যন্ত শক্তিশালী। AK-47 এর গুলিও এটিকে ভেদ করতে পারবে না। ইতিমধ্যেই কয়েকশো ‘ভাবা কবচ’ কেন্দ্রীয় আধাসেনাকে সরবরাহ করেছে মিধানি।
মুম্বাইয়ের ‘ভাবা পরমাণু গবেষণা কেন্দ্র’ (বার্ক) উদ্ভাবিত প্রযুক্তির সাহায্যেই নয়া এই বুলেট প্রতিরোধী জ্যাকেট তৈরি করা হয়েছে। এটি তৈরির ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তি ও উপকরণের সাহায্য নেওয়া হয়েছে। বিশ্ব জুড়ে আগ্নেয়াস্ত্রের উন্নতি সংক্রান্ত বিষয় নিবিড় ভাবে পর্যবেক্ষণ করে এই জ্যাকেটটি তৈরি করা হয়েছে।
তবে শুধু বুলেটপ্রুফ জ্যাকেট নয়, আধাসেনার সুরক্ষার জন্য বিশেষ বুলেট ও বিস্ফোরক প্রতিরোধী গাড়িও তৈরি করেছে সংস্থাটি। এর ফলে জঙ্গলঘেরা প্রত্যন্ত এলাকায় জঙ্গি দমন অভিযানে অনেক জওয়ানের প্রাণ বাঁচবে। সংস্থাটির তৈরি গাড়ি এতটাই শক্তিশালী হবে যে, সেটির টায়ারে গুলি লাগার পরও ১০০ কিলোমিটার চলতে পারবে।


