Tuesday, December 16, 2025
দেশ

‘ভারতীয় স্থাপত্যের অনন্য নিদর্শন’, ছবিতে দেখুন অযোধ্যার রাম মন্দির

অযোধ্যা: বুধবার অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো। প্রস্তাবিত মন্দিরের নকশা প্রকাশ করল শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি প্রকাশ করেছে তাঁরা। ট্রাস্টের তরফে বলা হয়েছে, অযোধ্যার রাম মন্দিরের নির্মাণকার্য সম্পন্ন হলে গোটা বিশ্বে ভারতীয় স্থাপত্যকলার অনন্য উদাহরণ হয়ে থাকবে।

ভূমিপুজোর পরের দিন ৬ আগস্ট থেকে জোর কদমে শুরু হবে রাম মন্দির নির্মাণের কাজ। ৪২ মাসের মধ্যে ৩১ জানুয়ারি, ২০২৪ মন্দির নির্মাণের কাজ শেষ করতে চায় রাম মন্দির ট্রাস্ট। ২০২৪ সালে হোলির দিন দর্শনার্থীদের জন্য মন্দির খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম মন্দির হবে এটি।

গুজরাট ও রাজস্থানের ২৫০ কারিগরের দায়িত্ব তৈরি হবে এই মন্দির৷ রাজস্থানের গোলাপি পাথরের গায়ে ফুটিয়ে তোলা হবে অপূর্ব সব কারুকাজ। রামায়ণের গল্প। মন্দির নির্মাণের মূল দায়িত্ব অনুভাই সোমপুরার ওপর। নির্মাণের দায়িত্বও সোমপুরাদের সংস্থার ওপর।


১ লাখ কিউবিক স্কোয়্যার মিটার গোলাপি পাথর আনা হয়েছে। আরও ২ লাখ কিউবিক স্কোয়্যার মিটার পাথর লাগবে। ১৯৯০ সাল থেকেই অবশ্য মন্দির তৈরির কাজ চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মন্দিরের ৬৫ শতাংশ কাজ শেষ হয়েছে। তৈরি কাঠামো নিয়ে গিয়ে বসিয়ে দিলেই হবে। ১৬১ ফুট উঁচু হবে মন্দির, মূল মন্দির তিনতলা হবে। সবমিলিয়ে মন্দিরে ৩৬০টি স্তম্ভ থাকবে।