Tuesday, June 24, 2025
রাজ্য​

মুঘল আমলে রাম নবমী করেছি, লকডাউনেও করব, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

কলকাতা: ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো। সেদিনই পশ্চিমবঙ্গে সম্পর্ণ লকডাউন ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে তৃণমূল নেত্রীকে তীব্র আক্রমণ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার মমতার সরকারের এই সিদ্ধান্তকে চরম আক্রমণ করেন দিলীপবাবু।

এদিন পলতায় চা-চক্রে দিলীপ ঘোষ বলেন, ব্রিটিশ আমলে, মুঘল আমলে রাম নবমী পালন করেছি। লকডাউনেও করব। পুলিশ বাধা দিলেন অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বুধবা্‌র ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই। দিনটিকে সারা দেশে উদযাপনের পরিকল্পনা করেছে হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন। বাংলায়ও দিনটি পালনের সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি। কিন্তু বুধবার সম্পর্ণ লকডাউন থাকায় বিপাকে পড়েছে বঙ্গ বিজেপি। সম্পর্ণ লকডাউন থাকায় পুলিশি বাধার মুখে পড়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।

সেই প্রসঙ্গে দিলীপ ঘোষের হুঁশিয়ারি, পুলিশ বাধা দিলেন অবস্থা বুঝে ব্যবস্থা হবে। ব্রিটিশ-মুঘল আমলে রামনবমী পালন করেছি। লকডাউনেও পালন করব। বিজেপির অভিযোগ, তোষণের রাজনীতি করছে তৃণমূল সরকার। সে জন্যেই ৫ আগস্ট রাজ্যে সম্পর্ণ লকডাউন ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।