ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল এস্তোনিয়া ক্রিকেট বোর্ড
তাল্লিন: করোনায় বিপর্যস্ত গোটা দেশ। এই পরিস্থিতিতে ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল এস্তোনিয়া ক্রিকেট বোর্ড (Estonian Cricket Association)। ইউরোপের ছোট্ট একটি দেশ এস্তোনিয়া (Estonia)। ফুটবল বিশ্বে পরিচিত নাম হলেও ক্রিকেট বিশ্বে একেবারেই নবাগত তাঁরা।
এস্তোনিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইসিএ) জানিয়েছে, ব্রেট লি এবং প্যাট কামিন্সের কর্মকান্ডে অনুপ্রাণিত হয়ে ভারতের পাশে দাঁড়িয়ে ঐক্যের বার্তা প্রেরণ করল তাঁরা। অক্সিজেন সমস্যা সমাধানের জন্য ভারতীয় মুদ্রায় এক লাখ টাকা অনুদান করল এস্তোনিয়া ক্রিকেট বোর্ড।
নিজেদের টুইটার অ্যাকাউন্টে তাঁরা লিখেছে, ব্রেট লি ও প্যাট কামিন্সের দেখানো পথে হেঁটে ইসিএ করোনা মোকাবিলায় ভারতের ত্রান তহবিলে দান করল তাঁরা। এই বিপদকালে আমরা সকলে একে অপরের পাশে আছি। প্রয়োজনে সকলকেই একে অপরের সাহায্য করা উচিত।
উল্লেখ্য, পিএম কেয়ারস ফান্ডে কামিন্স দিয়েছেন ৫০ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৭ লাখ ৩৬ হাজার ৭৫৯ টাকা) অনুদান। লি দিয়েছেন একটি বিটকয়েন (ভারতীয় মুদ্রায় ৪০ লাখ ৯৫ হাজার ৯৯১ টাকা)। বাংলার ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী (Sreevats Goswami) দিয়েছেন ৯০ হাজার টাকা অনুদান।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

