Wednesday, November 26, 2025
কলকাতা

‘নিয়োগ দুর্নীতি কান্ডে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক, শান্তনু ছাত্র’, বিস্ফোরক ইডি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলা একের পর এক নাম সামনে আসছে। ধৃতদের জেরা করে নতুন করে আরও অনেকের নাম সামনে আসছে। এর মধ্যেই ইডির আইনজীবী বিস্ফোরক তথ্য দিলেন। দাবি করলেন, নিয়োগ দুর্নীতি কান্ডে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক, শান্তনু ছাত্র।

ব্যাঙ্কশাল আদালতে ইডির আইনজীবী বলেন, “আমরা আগে জানিয়েছিলাম সোনার খনিতে প্রবেশ করেছি। অয়ন শীলের গ্রেফতারির পর আমরা জানতে পেরেছি শুধু স্কুল নিয়োগ নয়, অন্য ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে। এই খনি অসীম এবং অফুরন্ত। এক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক। শান্তনু ছাত্র। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পথ দেখিয়েছেন। আর বাকিরা সেটা অনুসরণ করেছে।”

ইডির আইনজীবী আদালতে আরও জানান, “চাকরপ্রার্থীদের থেকে নেওয়া টাকা ভুয়ো সংস্থায় বিনিয়োগ হয়েছে। ডামি ডিরেক্টর নিয়োগ করে সংস্থা খোলা হয়। সেইসমস্ত ভুয়ো সংস্থার মাধ্যমে সম্পত্তি কিনে কালো টাকা সাদা করা হয়েছে।”

আইনজীবী আরও বলেন, “শীতের পর বসন্ত আসে। বসন্তের পর গরম এবং বর্ষার পর রামধনু। একটু ধৈর্য ধরুন আমরা বসন্তে আছি। শ্রীঘ্রই রামধনুর কাছাকাছি পৌঁছে

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।