‘পারলে গ্রেফতার করুন’, পুলিশকে চ্যালেঞ্জ; এনকাউন্টারে খতম কুখ্যাত দুষ্কৃতী উত্তম সিং
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ‘পারলে আমাকে গ্রেপ্তার করুন’— পুলিশের উদ্দেশে এমন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন কুখ্যাত দুষ্কৃতী উত্তম সিং। সেই দম্ভের পরিণতি এল শনিবার সন্ধ্যায়। দীর্ঘদিনের তল্লাশির পর অবশেষে ঝাড়খণ্ডের চাতরা জেলায় পুলিশের গুলিতেই মৃত্যু হল তার।
চাতরার সিমারিয়া থানার অন্তর্গত জাবরা এলাকায় শনিবার বিশেষ অভিযানে নামে চাতরা ও হাজারিবাগ পুলিশের দুটি দল। গোপন সূত্রে খবর পেয়ে শুরু হয় অভিযাত্রা। পুলিশ সূত্রে জানা যায়, উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে উত্তম। তবে চারদিক থেকে ঘিরে ফেলে পুলিশ। পাল্টা গুলি চালায় উত্তম। পাল্টা জবাব দেয় পুলিশও। বেশ কয়েক রাউন্ড গুলির লড়াইয়ের পর উত্তম সিংয়ের বুকে, পেটে ও ঊরুতে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঝাড়খণ্ড ও বিহার— দুই রাজ্যেই বহু বছর ধরে তোলাবাজি, খুন, ডাকাতি-সহ একাধিক গুরুতর অপরাধে যুক্ত ছিল উত্তম সিং। বিহার সরকার তার মাথার দাম ঘোষণা করেছিল ৫০ হাজার টাকা। তিনি নিজস্ব একটি গ্যাংও তৈরি করেছিলেন, যার নাম ছিল ‘টাইগার গ্রুপ’। গত জুলাই মাসে এই গ্যাংয়ের ৯ জন সদস্যকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু প্রত্যেকবারই প্রধান সদস্য উত্তম সিং হাতছাড়া হয়ে যাচ্ছিল।
মৃত্যুর কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে উত্তম। সেখানে অস্ত্র হাতে পুলিশের উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি— “পারলে আমাকে গ্রেপ্তার করুন।” পুলিশের দাবি, সেই ভিডিও প্রকাশের পরই তাকে ধরতে তৎপরতা আরও বাড়ানো হয়। শনিবার এল সফলতা।