India US Trade Deal: ভারত ও আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি আলোচনা ১০ ডিসেম্বর থেকে শুরু
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম ধাপের আলোচনা ১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। ২ দিনের এই বৈঠক শেষ হবে ১১ ডিসেম্বর। সরকারি সূত্র বলছে, এটি পূর্ণাঙ্গ আনুষ্ঠানিক বৈঠক নয়, তবে প্রথম পর্যায়ের চূড়ান্তকরণের দিকেই এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এই বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ডেপুটি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ রিক সুইৎজার। আগস্ট মাসে ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পর দ্বিতীয়বারের মতো কোনও মার্কিন ব্যবসায়িক প্রতিনিধি দল ভারতে এল। এর আগে ১৬ সেপ্টেম্বর মার্কিন প্রতিনিধিরা দিল্লি সফর করেছিলেন।
সরকারি সূত্র জানাচ্ছে, প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে এই সপ্তাহে রিক সুইৎজারের সঙ্গে কথা বলবেন ভারতের ট্রেড রিপ্রেজেন্টেটিভ রাজেশ আগরওয়াল। একই সঙ্গে চুক্তির মার্কিন প্রধান আলোচক দক্ষিণ ও মধ্য এশিয়ার অ্যাসিস্ট্যান্ট ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ ভারতের প্রধান আলোচক ও বাণিজ্য মন্ত্রকের যুগ্ম সচিব দর্পণ জৈনের সঙ্গে আলোচনা করবেন।
বর্তমানে দু’দেশ দুটি পৃথক বিষয় নিয়ে সমান্তরালভাবে কাজ করছে,
১. শুল্কের প্রভাব কমানোর লক্ষ্যে একটি পরিকাঠামোগত বাণিজ্য চুক্তি,
২. একটি বিস্তৃত, বিস্তারিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি।
ফেব্রুয়ারি মাসেই দুই দেশের শীর্ষ বাণিজ্য কর্মকর্তাদের দ্রুত এই চুক্তির খসড়া তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর থেকে ৬ দফা বৈঠক হয়েছে দু’দেশের প্রতিনিধিদের মধ্যে।
এই আলোচনা প্রক্রিয়ার প্রধান লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যকে ১৯১ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৫০০ বিলিয়ন ডলারের উপরে নিয়ে যাওয়া। এজন্য প্রথম পর্যায়ের কাজ দ্রুত শেষ করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, এই পদক্ষেপ ভবিষ্যতে একটি বড় বাণিজ্য চুক্তির ভিত্তি গড়ে দেবে।
পরিসংখ্যান অনুযায়ী, ভারতের মোট রফতানির ১৮ শতাংশ, আমদানির ৬.২২ শতাংশ এবং মোট পণ্য বাণিজ্যের ১০.৭৩ শতাংশই যুক্তরাষ্ট্রের সঙ্গে হয়। যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে।
সরকারি সূত্র আরও জানাচ্ছে, মার্কিন বাণিজ্য কার্যালয়ের প্রতিনিধিদল রিক সুইৎজারের নেতৃত্বে ৯ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ভারতে থাকবে। এর মধ্যে ১০ ও ১১ ডিসেম্বর মুখ্য আলোচনাগুলো অনুষ্ঠিত হবে।
দু’দেশের কূটনৈতিক ও বাণিজ্য মহলের মতে, যদিও আনুষ্ঠানিক নয়, তবুও এই বৈঠক ভবিষ্যত বাণিজ্য কাঠামোর রূপরেখা তৈরিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।


