Saturday, January 10, 2026
Latestদেশ

Delhi Police: দিল্লিতে অবৈধ অনুপ্রবেশকারী ধরতে বিশেষ অভিযান, গ্রেফতার ২০ বাংলাদেশি নাগরিক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বৃহস্পতিবার রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাসকারী ২০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে কিছু ভারতীয় পরিচয়পত্রও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দিল্লি পুলিশের সূত্রে খবর, সংশ্লিষ্ট জেলার ফরেনার সেল গত এক সপ্তাহে প্রায় ১০০ জনের নথিপত্র যাচাই করে। সেই সময়ই তথ্য আসে যে, কিছু বিদেশি নাগরিক ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দিল্লিতে থেকে যাচ্ছেন এবং বৈধ ভারতীয় ভ্রমণ নথি ছাড়াই তৃতীয় কোনও দেশের ভিসা পাওয়ার চেষ্টা করছেন। এই সূত্র ধরেই অভিযান চালিয়ে ২০ জন বাংলাদেশিকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহেও আলাদা এক অভিযানে দিল্লি থেকে আরও ৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছিল।

এছাড়াও, গত বছরের জুন মাসে দিল্লির উত্তর-পশ্চিম জেলা পুলিশের ফরেনার সেল ভারত নগর থানার অধীনে বিশেষ অভিযান চালিয়ে ১৮ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে। গোপন সূত্রে খবর পেয়ে ওই অভিযান চালানো হয়।

তদন্তে জানা যায়, হরিয়ানা থেকে আসা ৩টি পরিবার ওয়াজিরপুর জেজে কলোনিতে আত্মগোপন করে ছিল। পুলিশের চোখ এড়াতে তারা বারবার ঠিকানা বদল করছিল।

উত্তর-পশ্চিম দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) ভীষম সিং জানান, অভিযানের সময় ৩৬টি ফুটপাত ও ৪৫টি গলি তল্লাশি করা হয়। প্রথমে একজনকে আটক করা হলে জেরায় সে নিজেকে বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করে। পরে তার বক্তব্যের ভিত্তিতে আরও ১৭ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, অভিযুক্তরা আগে হরিয়ানায় ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছিল। সেখানে পুলিশি তৎপরতা বাড়তেই তারা দিল্লিতে পালিয়ে এসে জেজে ক্লাস্টার এলাকায় বসবাস শুরু করে।

সব মিলিয়ে ওই অভিযানে ৬ জন প্রাপ্তবয়স্ক ও ১২ জন শিশুসহ মোট ১৮ জন বাংলাদেশি নাগরিককে কোনও বৈধ ভিসা, নথি বা অনুমতি ছাড়াই বসবাস করার অভিযোগে আটক করা হয়। ধৃতদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট, ১৯৪৬ সহ একাধিক অভিবাসন আইনে মামলা দায়ের করা হয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ও নথি জালিয়াতির বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

উল্লেখ্য, অনুপ্রবেশকারী ধরতে দিল্লি পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে। অবৈধ বিদেশীদের সনাক্ত এবং বহিষ্কারের জন্য ধারাবাহিক অভিযান চলছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বৈধ কাগজপত্র ছাড়াই ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও থাকার জন্য ২০২৫ সালে ৫৪৮ জন বিদেশী নাগরিককে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। আটক বিদেশীদের জাতীয়তা বিশ্লেষণে দেখা গেছে যে বেশিরভাগই বাংলাদেশ (৩৮০ জন), তারপরে নাইজেরিয়া (১১১ জন)। অন্যান্য জাতীয়তার মধ্যে রয়েছে আইভরি কোস্ট (১৭), ঘানা (১৩), সেনেগাল (১০), ক্যামেরুন (১০), নাইজার (০২), লাইবেরিয়া (০১), রাশিয়া (০১), গিনি (০১), সিয়েরা লিওন (০১) এবং গাম্বিয়া (০১)।