Saturday, June 14, 2025
রাজ্য​

পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় তাউকেটে নিয়ে কি বলছে আবহাওয়া দফতর?

কলকাতা: মহারাষ্ট্র, গুজরাট, গোয়া, কর্ণাটক, কেরলের উপকূলবর্তী এলাকা লণ্ডভণ্ড করে দিয়েছে ঘূর্ণিঝড় তাউকেটে (কোনও কোনও সংবাদমাধ্যম Tauktae কে তাউকটে, তাউটেও লিখছে )। পশ্চিম উপকূলে আছড়ে পড়ার পর এবার কি গন্তব্য পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ? সে বিষয়ে কি বলছে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে (Bay of Bengal) একটি নিম্নচাপের সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী ২৩ মে নাগাদ বঙ্গোপসাগরের উপর তৈরি হতে পারে নিম্নচাপটি। তবে সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, সে ব্যাপারে এখনই কোনও মন্তব্য করতে নারাজ হাওয়া অফিস।

আবহাওয়াবিদদের মতে, বর্তমানে সাগরের তাপমাত্রা বেশি। ফলে নিম্নচাপের সম্ভাবনা থেকেই যায়। ২৩ মে নাগাদ তেমনই একটি নিম্নচাপ তৈরি হতে পারে, সেই সম্ভাবনার কথাই তাঁরা বলছেন। শুধু তাই নয়, ওই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে দ্রুত শক্তি বাড়িয়ে নিতে পারে, এমন আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা।

নিম্নচাপটি যদি ঘূর্ণিঝড়ে পরিণত তবে ঝড়টি পশ্চিমবঙ্গ, ওড়িশা বা বাংলাদেশের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সেটি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে নাম হবে ‘যশ’ (Yash)। আলিপুর আবহাওয়া আরও দফতর জানিয়েছে, নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে পশ্চিমবঙ্গে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাই আপাতত আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত দীর্ঘ ৫ বছর ধরে।