Sunday, January 18, 2026
কলকাতা

‘১৮ টাকার সিগারেটের দাম বাড়িয়ে করা হবে ৭২ টাকা’, তামাক ছাড়াতে নতুন আবগারি বিল কেন্দ্রের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সিগারেট-সহ বিভিন্ন তামাকজাত পণ্যের উপর শুল্ক বৃদ্ধির পথ প্রশস্ত হল সংসদে। সম্প্রতি সংসদে পাশ হয়েছে কেন্দ্রীয় আবগারি (সংশোধনী) বিল, ২০২৫। এই বিলের মাধ্যমে সিগারেট, সিগার, হুকা তামাক, চিবোনো তামাক, জর্দা ও সুগন্ধী তামাকের উপর আবগারি শুল্ক ও সেসে বড়সড় সংশোধন আনা হচ্ছে।

অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সংসদে বিলটি পেশ করেন। বর্তমান কেন্দ্রীয় আবগারি আইন, ১৯৪৪ অনুযায়ী সিগারেটের দৈর্ঘ্য ও ধরন অনুযায়ী প্রতি ১,০০০ স্টিকে শুল্ক ছিল ২০০ থেকে ৭৩৫ টাকা। কিন্তু সংশোধনী অনুযায়ী এই শুল্ক বেড়ে দাঁড়াতে পারে ২,৭০০ থেকে ১১,০০০ টাকা প্রতি ১,০০০ সিগারেটে। ফলে খুচরো বাজারে সিগারেটের দাম উল্লেখযোগ্য হারে বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এই সিদ্ধান্ত সামনে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোরদার আলোচনা। অনেকেই সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানালেও, কেউ কেউ ব্যঙ্গ-বিদ্রূপে প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ দিল্লির বায়ুদূষণের প্রসঙ্গ টেনেছেন। ইঙ্গিত স্পষ্ট, রাজধানীর দূষিত বাতাসে অভ্যস্ত মানুষের কাছে সিগারেটের দাম বাড়া খুব একটা প্রভাব ফেলবে না।

অন্যদিকে, আরেক ব্যবহারকারী এই সিদ্ধান্তকে ইতিবাচক বলে উল্লেখ করেন। তিনি লেখেন, “ধূমপায়ী হয়েও আমি এই সিদ্ধান্তকে সমর্থন করি। এতে অন্তত ছাত্রছাত্রী ও তরুণদের মধ্যে ধূমপানের প্রবণতা কমতে পারে। হয়তো আমিও একদিন ছাড়তে পারব।”

স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশের মতে, তামাকজাত পণ্যের উপর উচ্চ কর আরোপ দীর্ঘমেয়াদে ধূমপানের হার কমাতে সহায়ক হতে পারে। তবে বাস্তবে দাম বাড়লেও অভ্যাস কতটা বদলাবে, তা নিয়ে সংশয় রয়েছে অনেকেরই।

সব মিলিয়ে, সংসদের এই সিদ্ধান্ত জনস্বাস্থ্য রক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ হলেও, বাস্তবে তা কতটা কার্যকর হবে—সেই প্রশ্নেই এখন নেটদুনিয়ায় তুমুল বিতর্ক।