Thursday, December 18, 2025
দেশ

ভারতে ২৫ হাজার অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠাচ্ছে চিন

বেইজিং: করোনার সেকেন্ড ওয়েভে শোচনীয় অবস্থা ভারতের। পরিস্থিতি ধীরে ধীরে নাগালের বাইরে চলে যাচ্ছে। ক্রমশ মৃত্যু মিছিল দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতিতে ভারতে ২৫ হাজার অক্সিজেন কনসেন্ট্রেটর (Oxygen Concentrator) পাঠাচ্ছে চিন (China)। বুধবার ভারতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত সান ইউডন এ কথা জানিয়েছেন।

উল্লেখ্য, গত সপ্তাহেই চিন থেকে আসা সব কার্গো প্লেন ১৫ দিনের জন্য বন্ধ রাখা হয়। যা নিয়ে চিনকে তীব্র সমালোচনা মুখে পড়তে হয় নানা মহলে। তাই সিদ্ধান্ত বদলে ভারতে অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠানোর কথা জানাল চিন।

চিন দাবি করেছে, ভারতে দ্রুত চিকিৎসা সরঞ্জাম পাঠাতে সে দেশের কর্মীরা দিন রাত কাজ করছেন। দ্রুততার সঙ্গে এসব ভারতে পাঠাতে চিনের শুল্ক দপ্তরও তদারকি করছে।

প্রসঙ্গত, গালওয়ান সংঘর্ষের ঘটনায় দু’দেশের সম্পর্ক তলানিতে ঠেকে। পরে আর সম্পর্ক আগের জায়গায় ফেরেনি। এই পরিস্থিতিতে ১৫ দিনের জন্য চিন থেকে ভারতে কার্গো বিমানের উড়ান বন্ধের সিদ্ধান্তে সম্পর্কে আরও অবনতি হয়। তবে এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসে ভারতে ২৫ হাজার অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠানোর সিদ্ধান্ত নিল চিন।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।