Monday, January 12, 2026
Latestজীবনযাপন

২০৫০ সালে গোটা বিশ্বে মুসলিম জনসংখ্যা কত হবে? কী বলছে পিউ রিসার্চ সেন্টার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সম্প্রতি প্রকাশিত একটি গবেষণা বলছে, আগামী ২৫ বছরে মুসলিম ও হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিশাল জনসংখ্যাগত ব্যবধান তৈরি হবে। Pew Research Center-এর পরিচালিত এই প্রতিবেদনে ২০৫০ সালের জন্য অনুমান প্রকাশ করা হয়েছে, যেখানে মুসলিমদের সংখ্যা প্রায় ২.০৭৬ বিলিয়ন এবং হিন্দুদের সংখ্যা প্রায় ১.০৪০ বিলিয়নের কাছাকাছি পৌঁছাবে। এতে মুসলিম ও হিন্দুদের মধ্যে প্রায় ১.৫ বিলিয়নের পার্থক্য সৃষ্টি হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালের তুলনায় মুসলিম জনগোষ্ঠীর প্রবৃদ্ধি উল্লেখযোগ্য। ওই বছর মুসলমানদের সংখ্যা ছিল প্রায় ১.০৬০ বিলিয়ন। ২০৫০ সালে এটি বেড়ে দাঁড়াবে ২.০৭৬ কোটি ১৪ লক্ষ ৮০ হাজার। এই বৃদ্ধির ফলে মুসলিম ধর্মাবলম্বীরা বিশ্ব জনসংখ্যার ২৯.৭ শতাংশ প্রতিনিধিত্ব করবে, যা ২০১০ সালে ছিল মাত্র ২৩.২ শতাংশ।

অপরদিকে, হিন্দু জনসংখ্যার প্রবৃদ্ধি অপেক্ষাকৃত কম থাকবে। ২০১০ সালে বিশ্বে ১.০৩২ বিলিয়ন হিন্দু ছিল, যা ২০৫০ সালের মধ্যে ১.০৩৮ কোটি ৪৩ লক্ষ ৬০ হাজারে পৌঁছাবে। এই হিসেবে হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা বিশ্ব জনসংখ্যার ১৪.৯ শতাংশে দাঁড়াবে, যা ২০১০ সালে ছিল ১৬.৪ শতাংশ। প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, মুসলিমদের তুলনায় হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক কম।

ভারতেও মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। ২০১১ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী, ভারতের মোট জনসংখ্যার ৭৯.৮ শতাংশ হিন্দু এবং ১৪.২ শতাংশ মুসলিম। Pew Research-এর হিসেব অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে ভারতে মুসলমানদের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩১ কোটি ১০ লক্ষ, যা সমগ্র বিশ্বের মোট মুসলমানের ১১ শতাংশ হবে। একই সময়ে হিন্দুদের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১.৩ বিলিয়ন হবে।

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি জনসংখ্যার ধর্ম হিসেবে খ্রিস্টধর্মের স্থান অটুট থাকবে। ২০১০ সালে খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা ছিল ২.১৬৮ বিলিয়ন। আর ২০৫০ সালের মধ্যে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে ২.০৯২ বিলিয়নে পৌঁছাবে। এতে খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্ব জনসংখ্যার ৩১.৪ শতাংশ প্রতিনিধিত্ব করবে।

বিশ্লেষকরা মনে করছেন, এই জনসংখ্যাগত পরিবর্তন বিশ্বের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।