পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে অশান্তির ঘটনায় CBI তদন্তের দাবি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের দিনই নিহত হয়েছেন ১৭ জন। এর আগে এবং আগেও বহু মানুষ বলি হয়েছেন। চলেছে দেদার ছাপ্পা ভোট। এমনকি গণনাতেও কারচুপির অভিযোগ।
পঞ্চায়েত ভোটে অশান্তির কারণ খতিয়ে দেখতে দিল্লি থেকে বাংলায় এসেছিল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বুধবার ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রধান জানান, পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়াতে বাঁধা দেওয়া হয়। মনোনয়ন জমা দিয়ে দিলে তাকে প্রচারে বাধা দেওয়া, তাদের পরিবারকে অপহরণের হুমকি, ভোটের দিন লুটপাঠ, গণনার দিন কারচুপি, বিরোধী প্রার্থী জয়ী হলে তৃণমূল যোগ না দিলে সার্টিফিকেট না দেওয়া। এরকম বহু অভিযোগ উঠেছে শাসকদল তৃণমলের বিরুদ্ধে। পুরো ঘটনার সিবিআই তদন্তের দাবি জানান রবিশঙ্কর প্রসাদ।