Tuesday, November 18, 2025
দেশ

মন কি বাতের ১০০তম পর্ব উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানালেন বিল গেটস

কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেডিও অনুষ্ঠান মন কি বাত। দেশবাসীর কাছে পৌঁছে যেতে এই অনুষ্ঠানের সূচনা করা হয়েছিল। দেখতে দেখতে শততম পর্বে পা রাখলো ‘মন কি বাত’ (Maan ki Baat)। ৩০ এপ্রিল ১০০তম পর্বে পা রাখতে চলেছে মন কি বাত। ১০০ তম পর্বটি বিশ্বব্যাপী সম্প্রচারিত হবে।

‘মন কি বাত’ অনুষ্ঠানের ১০০ তম পর্ব উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানালেন বিল গেটস। টুইটে বিল গেটস লিখেছেন, ‘যে প্রচেষ্টা স্যানিটাইজেশন, স্বাস্থ্য, মহিলাদের আর্থিক উন্নতিকরণের ক্ষেত্রে করা হয়েছে তাতে অনুঘটকের কাজ করেছে ‘মন কি বাত’। দেশের সাধারণ মানুষের কাছে অতি সহজেই পৌঁছে গেছে ‘মন কি বাত’ অনুষ্ঠান। শ্রোতার সংখ্যাতেও রেকর্ড গড়েছে এই রেডিও অনুষ্ঠান।’


দেশবাসীর কাছাকাছি পৌঁছতে চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন ক্ষেত্রে দেশবাসীর মতামত নেওয়া এবং নিজের মতামত জানাতেই এই বিশেষ অনুষ্ঠান চালু করেন তিনি (PM Narendra Modi)। মোট ২২ টি ভাষা, ২৯ টি উপভাষা এবং ১১ বিদেশি ভাষার মাধ্যমে প্রচার করা হয় মন কি বাত। অল ইন্ডিয়া রেডিওর ৫০০ ব্রডকাস্টিং সেন্টার থেকে সম্প্রচার করা হয় মন কি বাত।

জানা গেছে, শততম ‘মন কি বাত’-এ এবার দেশ ও সমাজের উন্নয়নে দেশবাসীর মতামত শুনবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জন্য ইতিমধ্যে PMO অফিস থেকে হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে।