Ayodhya bans non-veg delivery: রাম মন্দিরের ১৫ কিলোমিটারের মধ্যে আমিষ খাবার ডেলিভারি নিষিদ্ধ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: অযোধ্যা ও পঞ্চকোশি পরিক্রমা রুট জুড়ে আমিষ খাবারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল উত্তরপ্রদেশ সরকার। শুধু দোকান, হোটেল ও রেস্তরাঁয় নয়, সুইগি, জোমাটো-সহ সমস্ত অনলাইন খাবার সরবরাহকারী সংস্থার ক্ষেত্রেও এই নির্দেশ কার্যকর হবে। শুক্রবার এই সিদ্ধান্তে সিলমোহর দেয় যোগী আদিত্যনাথের প্রশাসন।
রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, ধর্মীয় ও সাংস্কৃতিক পবিত্রতা বজায় রাখতেই এই কড়া পদক্ষেপ। প্রশাসনিক সূত্রে খবর, অযোধ্যা এলাকা এবং পঞ্চকোশি পরিক্রমা রুটে কোথাও আমিষ খাবার বিক্রি বা পরিবেশন করা যাবে না। গেস্টহাউস ও হোমস্টেতেও আমিষ খাবার পরিবেশনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উত্তরপ্রদেশের সহকারী ফুড কমিশনার মানিক চন্দ্র জানান, স্থানীয় বাসিন্দাদের একাধিক অভিযোগের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর কথায়, “দোকান ও হোটেলে নিষেধাজ্ঞা থাকলেও অনলাইন ডেলিভারির মাধ্যমে আমিষ খাবার আসছিল। এতে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগছে বলে অভিযোগ পেয়েছি। সেই কারণেই অনলাইন ডেলিভারির উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।”
প্রশাসন সূত্রে আরও জানানো হয়েছে, নির্দেশ অমান্য হচ্ছে কি না তা দেখতে গোটা এলাকায় নিয়মিত নজরদারি চালানো হবে। নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট হোটেল, রেস্তরাঁ বা অনলাইন সংস্থার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হবে।
প্রসঙ্গত, গত বছরেই অযোধ্যা এলাকায় মদ ও মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। একই সঙ্গে পান, গুটখা ও তামাকজাত দ্রব্য বিক্রিও বন্ধ করা হয়েছিল। তবে তখন অনলাইন খাবার সরবরাহকারী সংস্থাগুলিকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়নি। সেই ফাঁক গলেই বহু পর্যটক অনলাইনে আমিষ খাবার অর্ডার করছিলেন বলে অভিযোগ ওঠে।
এবার সেই ফাঁক বন্ধ করেই অযোধ্যা ও পঞ্চকোশি পরিক্রমা রুটকে সম্পূর্ণ ‘আমিষ-মুক্ত এলাকা’ হিসেবে গড়ে তুলতে চাইছে উত্তরপ্রদেশ সরকার।


