Tuesday, October 14, 2025
দেশ

ভারতরত্ন বাজপেয়ীর জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি: আজ, শুক্রবার, ২৫ ডিসেম্বর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) ৯৬তম জন্মবার্ষিকী। বাজপেয়ী দেশের এমন একজন নেতা ছিলেন, যার প্রশংসা শুধু ওনার সমর্থকরাই করত না। তাঁর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন বিরোধীরাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাজপেয়ীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।

শুক্রবার সকালে মোদী টুইটে লিখেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে অভিনন্দন জানাই। তাঁর দূরদর্শী নেতৃত্বে তিনি দেশকে উন্নয়নের অভূতপূর্ব উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। একটি শক্তিশালী ও সমৃদ্ধ ভারত গড়ায় তাঁর প্রচেষ্টা সর্বদা স্মরণীয় থাকবে।

অটল বিহারী বাজপেয়ী ১৯৯৬ সালে প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হন। তবে মাত্র ১৩ দিনের জন্য। এরপর ১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন তিনি। বিজেপির নেতা হিসেবে এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের বাইরে থেকে তিনিই প্রথম ব্যক্তি যিনি একদম পূর্ণ মেয়াদে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

২০১৮ সালের ১৬ আগস্ট দিল্লির এইমস হাসপাতালে বিকাল ৫ টা ৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। ২০১৪ সালে মোদী সরকার তাঁর জন্মদিন ২৫ ডিসেম্বর সুশাসন দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করে। ২০১৫ সালে তাঁকে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন উপাধিতে ভূষিত করা হয়।

১৯৯৮ সালে ক্ষমতায় এসে ১৩ মাস সরকার টিকে থাকার পর ১৯৯৯ সালের এপ্রিলে জয়ললিতা অটল বিহারী সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিলে মাত্র একভোটের ব্যবধানে আস্তাভোটে তাঁর সরকার পড়ে যায়।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।