Monday, November 17, 2025
রাজ্য​

তৃণমূল বাংলাকে বরবাদ করেছে, রাজনীতির জন্যই বঞ্চিত বাংলায় কৃষকরা: মোদী

নয়াদিল্লি: শুক্রবার দেশের কৃষকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় দেশের ৯ কোটি কৃষকের অ্যাকাউন্টে সরাসরি ১৮ হাজার কোটি টাকা বিলি করেন প্রধানমন্ত্রী। তবে বাংলার কৃষকরা এই প্রকল্পের সুবিধা পান না। বাংলার শাসক দল তৃণমূলের এই প্রকল্প থেকে বঞ্চিত বাংলার কৃষকরা। এদিন সরাসরি এমনই অভিযোগ তুললেন নমো।

ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আজ কিষাণ নিধির প্রকল্পের ১৮ হাজার কোটি টাকা সরাসরি কৃষকের অ্যাকাউন্টে দিলাম। সরাসরি এই প্রকল্পের সুবিধা পেয়েছেন চাষিরা। কোনও দুর্নীতি, কোনও কাটমানি নেই এর পিছনে।

এরপরই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারের আক্রমণ করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, সব রাজ্য টাকা পায়, শুধু পায় না পশ্চিমবঙ্গ। বাংলায় কৃষক ভাইয়েরা যোজনার টাকা পাচ্ছেন না। সম্পূর্ণ রাজনৈতিক কারণে টাকা পাচ্ছেন না বাংলার কৃষকরা।

মোদী বলেন, এ কথা দেশবাসীর সামনে বলতে আমার কষ্ট হচ্ছে। এই রাজনৈতিক বিচারধারার জন্যই বাংলার এই অবস্থা। নমোর প্রশ্ন, কেন বাংলার কৃষকরা এর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন না? তাঁর প্রশ্ন, তৃণমূল কেন পঞ্জাবে গিয়ে আন্দোলনের পাশে? রাজ্যের কৃষকদের কেন প্রকল্পের সুবিধা নিতে দিচ্ছেন না?

মোদি বলেন, তৃণমূল বাংলাকে বরবাদ করেছে, এবার দিল্লির অসুবিধা করছে। স্রেফ গুজব, মিথ্যা কথা বলে কৃষকদের ভয় দেখাচ্ছে। গণতন্ত্রের কথা না বলে এই সব দল নিজেদের স্বার্থ দেখছে। বিরোধীরা কৃষকদের উল্টোপাল্টা বোঝাচ্ছে। বিরোধীদের জন্যেই দেশের কৃষি ক্ষেত্রে উন্নতি হয়নি। গরিব কৃষক এদের জন্য আরও গরিব হয়েছে।