Wednesday, November 19, 2025
Latestদেশ

লাভ জিহাদ, বহুবিবাহ বন্ধে আইন আনছে অসম সরকার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: অসমে আসন্ন শীতকালীন অধিবেশনে দুটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন, এই বিলগুলির লক্ষ্য রাজ্যে ‘লাভ জিহাদ’ এবং বহুবিবাহ বন্ধ করা। পাশাপাশি, আদিবাসী চা শ্রমিকদের জমির অধিকার সংক্রান্ত বিলও পেশ করা হবে বলে তিনি ঘোষণা করেছেন।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “অসমে সামাজিক ভারসাম্য রক্ষা এবং নারীদের সুরক্ষা নিশ্চিত করতে এই পদক্ষেপ প্রয়োজনীয়।” তিনি আরও জানান, আগামী মাসেই এই দুটি বিল বিধানসভায় উত্থাপন করা হবে।

উল্লেখ্য, উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে ২০১৭ সালে প্রথমবার লাভ জিহাদ বিরোধী আইন প্রণয়ন করা হয়। এরপর মধ্যপ্রদেশ, কর্ণাটক, গুজরাট-সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে একই পথে হেঁটেছে সরকার। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে অসম। বিজেপির দাবি, ধর্মান্তকরণের এক কৌশল হিসেবেই মুসলিম পুরুষেরা হিন্দু নারীদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করছে।

অসমের মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরেই রাজ্যে মুসলিম জনসংখ্যা বৃদ্ধিকে সামাজিক ভারসাম্যের জন্য বিপজ্জনক বলে সতর্ক করে আসছেন। তাঁর বক্তব্য, “অসমের জনবিন্যাস দ্রুত বদলে যাচ্ছে। এভাবে চললে ভবিষ্যতে বড় ধরনের সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে।”

এর আগে রাজ্যে অল্পবয়সী বিবাহ বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছিল বিজেপি সরকার। ২০২৩ সালে ১৮ বছরের নিচে বিবাহিত নারীর স্বামীদের বিরুদ্ধে ব্যাপক গ্রেপ্তারি অভিযান চালায় পুলিশ। মুখ্যমন্ত্রীর মতে, “কমবয়সী বিবাহ ও বহুবিবাহ—দুটি-ই জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ এবং বহু নারীর জীবনে অনিশ্চয়তা ডেকে আনে।”

উল্লেখ্য, অসমে বর্তমানে মোট জনসংখ্যার প্রায় ৩৪ শতাংশ মুসলিম।