Saturday, October 5, 2024
দেশ

জ্ঞানবাপীতে বৈজ্ঞানিক সমীক্ষা, আদালতের কাছে আরও ১৫ দিন সময় চাইল ASI

কলকাতা ট্রিবিউন ডেস্ক: জ্ঞানবাপীতে বৈজ্ঞানিক সমীক্ষার ১০০ দিন পূর্ণ হয়েছে। এই পরিস্থিতিতে আদালতের কাছে আরও ১৫ দিন সময় চাইলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। 

গত ২ নভেম্বর আদালতে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল ASI এর। তবে রিপোর্ট জমা দেওয়ার মেয়াদ বাড়িয়ে ১৩ নভেম্বর করা হয়েছিল। কিন্তু শুক্রবার (১৭ নভেম্বর) এএসআইয়ের তরফে আদালতের কাছে আরও ১৫ দিন সময় চাওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি শনিবার।

২০২১ সালের আগস্টে ৫ হিন্দু মহিলা জ্ঞানবাপীর দেওয়ালে হিন্দু দেবদেবীর মূর্তির রয়েছে বলে দাবি করে। তারা জ্ঞানবাপীতে পূজার্চনার অনুমতি চেয়ে বারাণসী আদালতের দ্বারস্থ হন। দীর্ঘ টানবাহনা শেষে সুপ্রিম কোর্টের নির্দেশে জ্ঞানবাপীতে বৈজ্ঞানিক সমীক্ষা শুরু হয়েছে।