Wednesday, November 19, 2025
বিনোদন

১০০ অক্সিজেন কনসেনট্রেটর দান করলেন অক্ষয়-টুইঙ্কেল

মু্ম্বাই: দেশজুড়ে করোনার প্রকোপ ভয়াবহ আকারে বৃদ্ধি পেয়েছে। হাসপাতালগুলিতে করোনা রোগীদের জন্য বেড ও অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। এই অবস্থায় ফের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেতা অক্ষয় কুমার ও তাঁর স্ত্রী টুইঙ্কেল খান্না (Akshay Kumar and Twinkle Khanna)। করোনা মহামারি মোকাবিলায় ১০০ অক্সিজেন কনসেনট্রেটর (100 Oxygen Concentrators) দিয়েছেন এই দম্পতি।

টুইটারে এই তথ্য জানিয়েছেন টুইঙ্কেল। পাশাপাশি, ভক্ত ও অনুরাগীদেরও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। উল্লেখ্য, পিএম কেয়ারস ফান্ডে ২৫ কোটি টাকা দান করেছিলেন অক্ষয় কুমার। সম্প্রতি প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি নেতা গৌতম গম্ভীরের দাতব্য সংস্থায় ১ কোটি টাকা দান করেছেন অক্ষয়। ওষুধ ও অক্সিজেন কিনতে এই অনুদান দিয়েছেন তিনি।

মুম্বাই পুলিশ ফাউন্ডেশনকে ২ কোটি টাকা অনুদান দেন অভিনেতা। পার্সনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই), মাস্ক ও র‌্যাপিড টেস্টিং কিট কেনার জন্য বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন ফান্ডে ৩ কোটি টাকা দান করেন অক্ষয় কুমার। গত ৪ এপ্রিল অক্ষয় কুমার নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হয়ে ফের মানুষের পাশে দাঁড়ালেন তিনি।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জন এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯৩ জনের, যা এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।